ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে রাঁচিতে তৃতীয় টেষ্টের তৃতীয় দিনে প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজাহারউদ্দিন কে টপকে গেলেন বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি। এইদিন ভারতের 497 রানের টার্গেট পূরণ করতে নেমে মাত্র 162 রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ফলে ভারত অধিনায়ক বিরাট কোহলি ফলোঅন করায় দক্ষিণ আফ্রিকা দলকে। আর এই ফলোঅন করার সাথে সাথে ভারতীয় অধিনায়ক হিসাবে সর্বাধিকবার ফলোঅন কার্যকর করলেন বিরাট কোহলি। এরই সাথে মহম্মদ আজহারউদ্দিন কে ছাপিয়ে গেলেন বিরাট কোহলি।
এইদিন বিরাট কোহলি ভারতীয় অধিনায়ক হিসাবে অষ্টমবার বিপক্ষ দলের জন্য ফলোঅন প্রয়োগ করলেন। আজহারউদ্দিন বিপক্ষ দলের জন্য ফলোঅন প্রয়োগ করেছিলেন 7 বার। আর তাই 8 বার ফলোঅন প্রয়োগ করে আজহারউদ্দিন কে টপকে গেলেন বিরাট কোহলি। উল্লেখ্য সৌরভ গাঙ্গুলি এবং এম এস ধোনি ধোনি যথাক্রমে 4 এবং 5 বার ফলোঅন প্রয়োগ করেছিলেন বিপক্ষ দলের জন্য।
ভারতের কাছে ফলোঅন পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয় দক্ষিণ আফ্রিকা দলকে। ভারতীয় বোলারদের দাপটে 46 ওভার ব্যাট করে মাত্র 132 রান করেই 8 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা দল। ফলে এই টেষ্ট জিততে মাত্র দুটি উইকেট প্রয়োজন ভারতের।