আজকের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই বিশ্বরেকর্ড গড়বেন কোহলি, ভাঙবে রোহিতের রেকর্ড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আর কিছুক্ষণের মধ্যেই ভারতীয় দল মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার। দ্বীপরাষ্ট্রের দল এই মুহূর্তে ভালো ছন্দে রয়েছে। চলতি এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হারের পর দুরন্ত প্রত্যাবর্তন করেছেন শানাকারা। পরপর দুই ম্যাচে বাংলাদেশ এবং আফগানিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয়ে ফাইনালের টিকিট পাওয়ার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তারা। ভারতের লড়াইটা একেবারেই সহজ হবে না।

ভারতীয় দলের বোলিং পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে একেবারেই ভাল হয়নি। তরুণ লেগস্পিনার রবি বিশ্নই বাদে প্রত্যেকেই অকাতরে রান বিলিয়েছেন। আশা করা যায় যে ভুবনেশ্বর কুমার বা হার্দিক পান্ডিয়াদের এই পারফরম্যান্স ধারাবাহিকতা পাবে না। তাসত্ত্বেও বলতে হচ্ছে যে আজকে ভারতীয় দলের মূল ভরসা হচ্ছেন একজনই এবং তিনি হলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

   

Kohli 60

হংকং এবং পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন বিরাট। দীর্ঘদিন অফফর্মে ছিলেন বলেই হয়তো বিরাট এখন আর বেপরোয়া নন। বরং অনেক বেশি সতর্ক এবং ইনিংসকে ধীরে ধীরে গড়ে তোলেন। সাম্প্রতিক ইতিহাস বলছে ফর্মুলা কাজে লাগিয়ে সাফল্য পেয়েছেন চিকু। বিরাট কোহলি একদিকটা ধরে রাখবেন, সেই সুযোগ কাজে লাগিয়ে বাকি ভারতীয় ব্যাটিং রানের গতি বৃদ্ধি করতে হবে, যে কাজটা আগে তিনি পাকিস্তানের বিরুদ্ধে করতে পারেননি সূর্যকুমার যাদবরা।

আজ মাত্র ৩৮ রান করলেই একটি নজির ছুঁয়ে ফেলবেন বিরাট। এইমুহূর্তে তার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ফরম্যাটে রানের সংখ্যা ৩৪৬২। মাত্র ৩৮ রান তুললে তিনি দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ক্ষুদ্রতম ফরম্যাটে ৩৫০০ রান করা দ্বিতীয় ক্রিকেটার হয়ে উঠবেন। তার আগে ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা এই নজির পেরিয়েছেন শুধুমাত্র।

বিরাট কোহলি এই নজির ছুঁতে পারলে দ্রুততম ক্রিকেটার হিসেবে এই নজির গড়বেন। আজকের ম্যাচের আগে অবধি টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি ১০২টি ম্যাচ খেলেছেন। এই ফরম্যাটে তার এভারেজ এখনও ৫০-এর ওপরে। এই ফরম্যাটে সবচেয়ে বেশি অর্ধশতরানের মালিকও তিনি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর