BCCI-এর নিয়ম অমান্য করছেন কোহলি? খেলবেন না রঞ্জি ট্রফি, কি জানালেন বিরাট?

বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) রঞ্জি ট্রফি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এর পাশাপাশি কে এল রাহুলও রঞ্জি ট্রফি খেলবেন না বলে জানা গিয়েছে। এই দুই খেলোয়াড়ই ঘরোয়া টুর্নামেন্টে অংশ না নেওয়ার কারণ হিসেবে চোটের উল্লেখ করেছেন। জানিয়ে রাখি যে, অস্ট্রেলিয়া সফরে শোচনীয় পারফরম্যান্সের পরে, BCCI টিম ইন্ডিয়ার তারকা খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়া বাধ্যতামূলক করেছিল।

রঞ্জি ট্রফিতে খেলবেন না কোহলি (Virat Kohli) ও রাহুল:

এদিকে, ESPNcricinfo-এর রিপোর্ট অনুযায়ী, কোহলি (Virat Kohli) ঘাড়ের ব্যথার কারণে এবং রাহুল কনুইয়ের সমস্যার কারণে রঞ্জি ট্রফি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। দু’জনেই BCCI মেডিক্যাল টিমকে তাঁদের চোটের কথা জানিয়েছেন। জানিয়ে রাখি যে, আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে রঞ্জি ট্রফির দ্বিতীয় রাউন্ড।

Virat Kohli will not play Ranji Trophy.

প্রসঙ্গত উল্লেখ্য যে, কোহলি (Virat Kohli) ঘাড়ের ব্যথায় ভুগছিলেন এবং সিডনিতে বর্ডার-গাভাস্কার ট্রফি শেষ হওয়ার তিন দিন পরে গত ৮ জানুয়ারি একটি ইনজেকশন নিয়েছিলেন। এমতাবস্থায়, তিনি BCCI-এর মেডিক্যাল স্টাফদের বলেছিলেন যে তিনি এখনও ব্যথা অনুভব করছেন। এর ফলে তিনি রাজকোটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির ম্যাচ খেলতে পারেননি। অপরদিকে রাহুলের কনুইতে চোট রয়েছে, যার কারণে তিনি বেঙ্গালুরুতে পাঞ্জাবের বিরুদ্ধে কর্ণাটকের ম্যাচ থেকে ছিটকে যাবেন।

আরও পড়ুন: হয়ে যান প্রস্তুত! বড় চমক নিয়ে হাজির হবে Tata Group-এর এই সংস্থা? আপডেট দিল RBI

জানিয়ে রাখি যে, চলতি সপ্তাহেই, BCCI টিম ইন্ডিয়ার সমস্ত ক্রিকেটারদের জন্য ১০ টি কঠোর নিয়মের একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে অন্যতম নিয়ম হল ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ। এমতাবস্থায়, কোনও খেলোয়াড় ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য উপলব্ধ না হলে তাঁকে অবশ্যই জাতীয় চেয়ারম্যানের কাছ থেকে অনুমতি নিতে হবে।

আরও পড়ুন: ভারতের মিসাইলের “প্রেমে পড়েছে” ফিলিপিন্স! চিনের ঘুম উড়িয়ে এবার কী কিনতে চলেছে ওই দেশ?

এদিকে, কোহলি (Virat Kohli) এবং রাহুল আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হতে চলা রঞ্জি ট্রফির পরবর্তী ম্যাচে খেলার সুযোগ পাবেন। শুধু তাই নয়, তাঁরা ফিট থাকলে ইংল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজের আগে ৪ দিনের এই ম্যাচটি খেলতে পারবেন তাঁরা। জানিয়ে রাখি যে, ভারত বনাম ইংল্যান্ড ৩ ম্যাচের ODI সিরিজ আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর