১৩ বছর পর পুরনো “মেজাজে” ফিরছেন কোহলি! নিয়ে ফেললেন “বিরাট” সিদ্ধান্ত, অবাক অনুরাগীরাও

বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেট অনুরাগীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) অবশেষে রঞ্জি ট্রফিতে কামব্যাক করতে প্রস্তুত। BCCI-এর সাম্প্রতিক নিয়ম অনুযায়ী, সিনিয়র খেলোয়াড়দেরও ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরে বিরাট দিল্লির হয়ে খেলবেন কি না তা জানার জন্য সবাই অপেক্ষা করছিলেন। মূলত, ঘাড়ের ব্যথার কারণে আগামী ২৩ জানুয়ারি থেকে সম্পন্ন হতে চলা ম্যাচ থেকে বিরাট তার নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তবে, এবার একটি রিপোর্ট সামনে এসেছে। যেখানে বলা হয়েছে যে আগামী ৩০ জানুয়ারির ম্যাচ থেকে রঞ্জি ট্রফি খেলবেন বিরাট কোহলি।

রঞ্জি ট্রফিতে বিরাটের (Virat Kohli) প্রত্যাবর্তন:

কি জানা গিয়েছে: ওই রিপোর্টে দাবি করা হয়েছে যে, বিরাট কোহলি (Virat Kohli) দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (DDCA) জানিয়েছেন যে, তিনি আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হতে চলা ম্যাচটি খেলবেন। রঞ্জি ট্রফির গ্রুপ পর্বে এটাই হবে দিল্লির শেষ ম্যাচ। যেটি খেলা হবে রেলের বিরুদ্ধে। এই ম্যাচের আগে দিল্লিকে আগামী ২৩ জানুয়ারি থেকে সৌরাষ্ট্রের বিরুদ্ধে একটি ম্যাচ খেলতে হবে। এই দু’টি ম্যাচের জন্য কোহলিকে দিল্লির স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু, ভারতের এই কিংবদন্তি ব্যাটার ঘাড়ের ব্যথার কারণে প্রথম ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। তারপরে DDCA নির্বাচকরা আপডেটেড স্কোয়াড থেকে কোহলির নাম সরিয়ে দেন।

Virat Kohli will play this tournament after 13 years.

১৩ বছর পর রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তন: এদিকে, কোহলি (Virat Kohli) এই ম্যাচ খেলার মাধ্যমে ১৩ বছর পর রঞ্জি ট্রফিতে ফিরবেন। কোহলি শেষবার ২০১২ সালে দিল্লির হয়ে রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছিলেন। তবে, ওই ম্যাচে কোহলি আদৌ খেলবেন কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ এই ম্যাচটি আগামী ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত খেলা হবে। তারপরে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ODI সিরিজ খেলবে ভারত। যেখানে কোহলি টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ অংশ। এমতাবস্থায়, তিনি প্রথম ওয়ানডে ODI থেকে বিরতি নেবেন কি না সেই প্রশ্নও থেকে যাচ্ছে।

আরও পড়ুন: ফের বিশ্বাসঘাতকতা! ভারতের বিরুদ্ধে মুসলিম দেশগুলির সাহায্য নিচ্ছে বাংলাদেশ? কি প্ল্যান ইউনূসের?

রোহিত-পন্থের মতো খেলোয়াড়রাও রঞ্জি খেলবেন: এদিকে, কোহলির (Virat Kohli) এই সিদ্ধান্ত এমন সময়ে সামনে এসেছে যখন, BCCI-এর কঠোর নিয়মের পরে, টিম ইন্ডিয়ার প্রত্যেক সিনিয়র এবং নতুন খেলোয়াড়রা তাঁদের নিজ নিজ দলের রঞ্জি ট্রফি ম্যাচে অংশ নিচ্ছেন। ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল ইতিমধ্যেই আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা রাউন্ডের জন্য নিজেদের “উপলব্ধ” ঘোষণা করেছিলেন। এর পরে, টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাও মুম্বাই দলে ফিরে আসার ঘোষণা করেন এবং তিনিও পরের ম্যাচের জন্য দলে জায়গা পেয়েছেন। এর পাশাপাশি তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজকেও রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যাবে।

আরও পড়ুন: ফের মন জিতলেন রিঙ্কু! বাবাকে দিলেন এই “বিশেষ” উপহার, ধন্য ধন্য করছেন সকলে

প্রথমত উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরে ভারতীয় ক্রিকেটে একটানা আলোচনা চলছে যে সিনিয়র খেলোয়াড়দের ঘরোয়া টুর্নামেন্ট, বিশেষ করে রঞ্জি ট্রফিতেও খেলা উচিত কিনা তা নিয়ে। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে পরাজয়ের পরে এবং বিশেষ করে দলের সিনিয়র ব্যাটারদের খারাপ পারফরম্যান্সের পরে, হেড কোচ গৌতম গম্ভীর দলের খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে যোগদানের ওপর জোর দিয়েছিলেন। তারপরে BCCI প্রত্যেক খেলোয়াড়ের জন্য এটি বাধ্যতামূলক করে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর