বাংলা হান্ট নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে শতরান করতে ব্যর্থ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। সম্প্রতি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা সিরিজের কেপটাউন টেস্টে, কোহলি তার ৭১ তম সেঞ্চুরির খুব কাছাকাছি এসেছিলেন এবং তিনি ৭৯ রানের একটি ইনিংসও খেলেছিলেন। কিন্তু তা সত্ত্বেও সেই ইনিংসটিকে শতরানে পরিণত করতে ব্যর্থ হন তিনি। এখন ভারতীয় দলকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে হবে এবং এরই মধ্যে, পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আক্রম বিরাট কোহলি সম্পর্কে একটি বড় ভবিষ্যদ্বাণী করেছেন, যা কোহলি ভক্তদের খুব খুশি করবে।
গতকাল তখনও বিরাট টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেননি। সেই সময় ওয়াসিম আক্রম বিরাটের ব্যাপারে একটি মন্তব্য করেছেন। দীর্ঘদিন ধরে তিনি শতরান করতে পারছেন না। ক্রমে ক্রমে সব ফরম্যাট সহ আইপিএলেও নিজের অধিনায়কত্ব ছেড়েছেন। আর কতদিন পর শতরান করতে পারবেন বিরাট? বিরাট কোহলির সেঞ্চুরি প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার ভবিষ্যদ্বাণী হল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ওয়ান ডে সিরিজে বিরাট কোহলি অবশ্যই সেঞ্চুরি করবেন।’
‘টেস্ট সিরিজ’-এর পর এখন ভারতীয় দলকে দক্ষিণ আফ্রিকাতে তিন ম্যাচের একদিনের সিরিজও খেলতে হবে। এমন পরিস্থিতিতে বিরাট কোহলি এখানেই সেঞ্চুরির খরা শেষ করবেন বলে আশায় ভরপুর ভক্তরা। প্রাক্তন পাক কিংবদন্তি পেসারের মন্তব্য তাদের মনেও আশার সঞ্চার করেছে।
প্রসঙ্গত বিরাট কোহলি দীর্ঘদিন ধরে শতরানের মুখ দেখেননি। ২০১৯ সালে কলকাতায় বাংলাদেশের বিপক্ষে খেলা ডে-নাইট টেস্টে তিনি তার শেষ সেঞ্চুরি করেছিলেন। ওয়ান ডে ফ্যাট শতরান করেছিলেন তারও অনেক আগে। এরমধ্যে দুই বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। বিরাট এই সময়ে কিছু ভালো ইনিংস খেললেও সেঞ্চুরি করতে ব্যর্থ হয়েছেন।