বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল থেকে শুরু হতে চলেছে বক্সিং ডে টেস্ট। দক্ষিণ আফ্রিকার মাটিতে ডিন এলগার, কাগিসো রাবাদা-দের মুখোমুখি হবেন বিরাট কোহলি, যশপ্রীত বুমরা-রা। চোটের জন্য রোহিত শর্মা-র মতো মহাতারকা-কে পাবে না ভারতীয় দল। অপরদিকে চোটের জন্য অনরিখ নোকিয়া-র মতো পেসারকে ছাড়াই মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অনেক ক্রিকেটারও মানছেন যে ২৯ বছরের খরা কাটানোর এটাই শ্রেষ্ঠ সুযোগ ভারতীয় দলের। কারণ এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল অনেকটাই দুর্বল আগের চেয়ে। এই অবস্থায় ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে?
সহ-অধিনায়ক লোকেশ রাহুলের সাথে ওপেন করবেন গত সিরিজে ভারতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা ময়ঙ্ক আগরওয়াল। সেই সঙ্গে তিন নম্বরে একবার হয়তো শেষ সুযোগ পেতে পারেন চেতেশ্বর পূজারা। অধিনায়ক বিরাট কোহলি চার নম্বরে নামার সাথে সাথে পাঁচ নম্বরে নামতে চলেছেন গত সিরিজে টেস্ট ডেবিউতেই নজর কাড়া শ্রেয়স আইয়ার।
রিশভ পন্থ এই সিরিজে ফিরেছেন। ঋদ্ধিমান সাহার বদলে তিনিই জায়গা পাবেন প্রথম একাদশে। সেই সঙ্গে অলরাউন্ডার হিসাবে এই ম্যাচে সুযোগ পেতে চলেছেন শার্দুল ঠাকুর। অস্ট্রেলিয়া সফরে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন তিনি। তার ওপর এবার ভরসা করতে চলেছে বিরাট কোহলি। সেই সাথে তিন পেসার হিসাবে বুমরা এবং শামি-র সাথে সুযোগ পেতে চলেছেন মহম্মদ সিরাজ। একমাত্র স্পিনার হিসাবে খেলবেন রবি অশ্বিন।
কালকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশ অনেকটা হতে চলেছে এইরকম:
বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, ময়ঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, শ্রেয়স আইয়ার, রিশভ পন্থ, শার্দুল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, যশপ্রিত বুমরা