পঙ্গু ভক্তকে দেখে এগিয়ে এলেন বিরাট, মানবিক কাজ করে মন জয় করলেন কোহলি! ভাইরাল ভিডিও

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ঘনিষ্ঠরা বরাবরই এই কথা বলে থাকেন। মাঠের ভিতরে বিরাট কোহলি যতটা আগ্রাসী, মাঠের বাইরেও ততটাই উদার। সেই প্রমাণ আরও একবার পাওয়া গেল। মোহালি টেস্ট শুরুর আগে, কোহলি একজন তরুণ ভক্তকে অটোগ্রাফ দিয়ে তার দিনটা সুন্দর করে তুলেছিলেন এবং এখন ম্যাচ শেষ হওয়ার পরে, তিনি তার একজন ভক্তকে একটি জার্সি উপহার দিয়ে ফের সকলের মন জয় করেছেন। মোহালিতে প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২২২ রানের ব্যবধানে হারিয়েছে ভারত, যা ছিল বিরাট কোহলির টেস্ট ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ।

ম্যাচ শেষে কোহলি যখন সতীর্থদের সাথে হোটেলের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য টিম বাসের দিকে অগ্রসর হচ্ছিলেন, তখন তিনি এই জার্সিটি তাঁর ভক্তকে উপহার দেন। ধর্ম নামের এক ভক্ত তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই বিশেষ মুহূর্তের একটি ভিডিও পোস্টও করেছেন। টুইটারে, ধর্ম নিজেকে ভারতীয় দলের নন-অফিসিয়াল ১২ তম ব্যক্তি হিসাবে বর্ণনা করেছেন।

বিরাট কোহলি তার শততম টেস্টে সেঞ্চুরির খরা কাটাতে পারেননি। কিন্তু তিনি অবশ্যই ভালো ব্যাটিং করেছেন এবং ৪৫ রানের একটি সংক্ষিপ্ত কিন্তু সুন্দর ইনিংস খেলে ভক্তদের বিনোদন দিয়েছেন।

প্রথমে ব্যাট করে রবীন্দ্র জাদেজার অপরাজিত ১৭৫ এবং রিশভ পন্থের ৯৬ এবং হনুমা বিহারির ৫৮-রানের ইনিংসের ভিত্তিতে প্রথম ইনিংসে ৫৭৪ রানের বিশাল স্কোর করে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। এরপর প্রথম ইনিংসে ১৭৪ রান এবং দ্বিতীয় ইনিংসে ১৭৮ রানে শ্রীলঙ্কাকে দুবার অলআউট করে ম্যাচ জিতে নেয় ভারত। দুই ইনিংস মিলিয়ে জাদেজা নিয়েছেন মোট ৯ উইকেট।

X