ব্যাটিংয়ে ব্যর্থ হয়ে উইকেটের বেল নিয়ে কালো জাদু করলেন কোহলি! ভাইরাল ভিডিও

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ লোকেশ রাহুলের শতরান সত্ত্বেও ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে বক্সিং ডে টেস্টে কিছুটা বিপাকে পড়েছে। ভারতীয় দল প্রথম ইনিংসে ২৪৫ রান তোলার পরে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ২৫৬ রান তুলেছে। অসাধারণ শতরান করেছেন প্রোটিয়া তারকা ডিন এলগার।

কিন্তু এইসবের পরেও দিনের শেষে বিরাট কোহলি মাঠের মধ্যে একটি বিশেষ কাজ করে পাদপ্রদীপের আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন অনেকটাই। অনেকেই মনে করছেন যে তার তুকতাকের কারণেই টনি দে জর্জি এবং ডিন এলগারের ৯৩ রানের পার্টনারশিপ ভাঙতে পেরেছিল ভারত। অনেকেই ব্যঙ্গ করে এই ঘটনাকে কালো জাদু বলছেন। আবার ক্রিকেট অনেকের এই ঘটনাটিকে শুধুমাত্র মাইন্ড গেমে খেলার চেষ্টা ছাড়া অন্য কিছু ভাবতে রাজি নন।

টনি ডে জর্জি আউট হওয়ার ঠিক আগে, কোহলি আচমকাই ওভারের মাঝে ব্যাটিং প্রান্তের উইকেটের বেলগুলির অবস্থান পরিবর্তন করে একটি মাইন্ড গেম খেলার চেষ্টা করেছিলেন। কিছুদিন আগেই এমনটা করে অ্যাশেজে স্টুয়ার্ট ব্রড নিজের শেষ টেস্টে অজি ক্রিকেটার নাথান লিয়নের বিরুদ্ধে এমনভাবেই মানসিক চাপ তৈরি করার চেষ্টা করে উইকেট তুলেছিলেন।

এরপর বুমরার ডেলিভারি টনি জর্জির ব্যাটের কানা ছুঁয়ে তৃতীয় স্লিপে দাঁড়ানো যশস্বী জয়সওয়ালের হাতে উঠে যায়। এই সময় দক্ষিণ আফ্রিকাকে বাগে পেয়েছিল ভারতীয় দল। কিন্তু এলগারের শতরান তাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে নেয়।

ভারত তৃতীয় দিনে একটি দুর্দান্ত বোলিং পারফরম্যান্স না করতে পারলে তাদের পক্ষে ম্যাচে ফেরা ক্রমশই কঠিন হয়ে উঠবে। ইতিমধ্যেই একটা ছোট হলেও লিড পেয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই লিডের বোঝা যদি ১৫০ থেকে ২০০ রানের গন্ডে ছুঁয়ে ফেলে তাহলে ভারতীয় দল চাইলেও আর ম্যাচে প্রত্যাবর্তন করতে পারবে না।

 

সম্পর্কিত খবর

X