বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএল কি ক্রমশই ভারতীয় ক্রিকেট ভক্তদের মধ্যে বিভেদের পরিবেশ তৈরি করছে? একটা সময় অবধি ভারতীয় ক্রিকেট ভক্তরা কোনও এক নির্দিষ্ট ক্রিকেটারের গুণমুগ্ধ হয়ে অন্য কোনও ক্রিকেটারকে। অসম্মান করছেন এমন দৃশ্য খুব একটা দেখা যেত না। সচিন ভক্তরা যেমন সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিশ্বের শ্রেষ্ঠ অধিনায়কদের মধ্যে একজন মনে করতেন, ঠিক তেমনভাবেই সৌরভের ভক্তরাও সচিন টেন্ডুলকারকে বিশ্বের সেরা ক্রিকেটার হিসেবে মনে করতেন।
কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সোশ্যাল মিডিয়ার রমরমার যুগে নিজের প্রিয় ক্রিকেটেরকে বড় করে দেখাতে অন্য কোনও ক্রিকেটারকে ছোট করে দেখানো অত্যন্ত স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার মধ্যেও অনেক ভক্তরা নিজেদের বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছেন। তেমনই একটা ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে রোহিত শর্মাকে নিয়ে বিরাট কোহলির এক ভক্তের মন্তব্যের মধ্যে দিয়ে।
এক টুইটার ব্যবহারকারী প্রাক্তন মুম্বাই ইন্ডিয়ান্স তারকা পেসার নিউজিল্যান্ডের মিচেল ম্যাকলেনাঘানকে সম্প্রতি একটি পোস্টে ট্যাগ করেছেন যেখানে রোহিত শর্মার সম্পর্কে কুরুচিরকর মন্তব্য করেছে একটি বিরাট কোহলি ফ্যান পেজ। শুধুমাত্র ভারতীয় অধিনায়ক নয় তার স্ত্রী এবং তার সন্তানকেও আক্রমণ করেছে এই বিশেষ ফ্যান পেজটি।
ওই পেজ থেকে রোহিত শর্মা এবং তার স্ত্রী ও কন্যার একটি গাড়ি দুর্ঘটনায় মৃত্যু কামনা করা হয়েছে। এমনকি এটাও বলা হয়েছে যে গাড়ি দুর্ঘটনায় একটি ট্রাকের সাথে সংঘর্ষে রোহিতের মৃতদেহর এমন অবস্থা হোক যাতে সেটিকে আর চিনতেই না পারা যায়। তাহলেই নাকি প্রকৃত শান্তি পাওয়া যাবে।
এই ভয়াবহ ও বিকৃতমনস্ক পোষ্টের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছেন নিউজিল্যান্ডের পেসার। তিনি গোটা ঘটনা থেকে একটি অত্যন্ত কুরুচিকর ঘটনা বলে অভিহিত করেছেন। ম্যাকলানেঘান জানিয়েছেন যে তিনি সেই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন যারা নিজেদের প্রযুক্তিগত বিদ্যার মাধ্যমে খুব দ্রুতই এই মানুষটি যিনি পোস্টের আড়ালে লুকিয়ে রয়েছেন তাকে চিহ্নিত করে ফেলতে পারবে।