টাইমলাইনখেলাক্রিকেট

‘অস্ট্রেলিয়ায় বাঘ, ঘরের মাটিতে বেড়াল’, অজিদের বিরুদ্ধে কোহলির রেকর্ড নিয়ে কটাক্ষ নেটিজেনদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মাঝে আর মাত্র একটা দিন। তারপরে নাগপুরে আরম্ভ হবে বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) লড়াই। চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতেই ইতিমধ্যেই ভারতে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। ভারতীয় স্পিনারদের সামলানোর জন্য কঠোর প্রশিক্ষণ চালাচ্ছে তারা। ভারতীয় দলের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে তারা মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউডের মতো তারকাদের পাবে না। কিন্তু তাও অজিদের বিরুদ্ধে আগে থেকে কোনওরকম সুবিধাজনক অবস্থার কথা ভাবতে পারবেন না রোহিত শর্মারা।

crockex

এর একটা বড় কারণ হলো দেশের মাটিতে বিরাট কোহলির (Virat Kohli) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) রেকর্ড। এই সিরিজের আগে ঘরের মাটিতে অজিদের বিরুদ্ধে মোট দুটি টেস্ট সিরিজ খেলেছেন বিরাট। ওই ৭ টেস্টের ১১ ইনিংস মিলিয়ে বিরাট কোহলি মাত্র ৩৩০ রান করতে পেরেছেন অজি বোলিংয়ের বিরুদ্ধে। এই রেকর্ডটির এবার উন্নতি ঘটাতে চাইবেন কোহলি স্বয়ং।

kohli vs bangladesh

ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার গড় মাত্র ৩৩। সেইসঙ্গে মাত্র ১টি টেস্ট শতরান রয়েছে তার নামের পাশে। তিনি অস্ট্রেলিয়ার মাটিতে ২৫ ইনিংসে গড় রেখেছেন ৫৪.০৮। ৬টি শতরান সহ করেছেন ১৩৫২ রান। সাধারণত বাকি ভারতীয় ব্যাটারদের ক্ষেত্রে উল্টোটাই দেখা যায় কিন্তু বিরাট কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিরুদ্ধে যতটা সাফল্য পেয়েছেন ঘরের মাটিতে ততটা পাননি।

২০১৭ সালের শেষবার যখন অস্ট্রেলিয়া ভারত সফরে এসেছিল তখন বিরাট কোহলি ৩ ম্যাচের মোট ৫টি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। সেই ৫ ইনিংসে তার রান ছিল মাত্র ৪৬। বর্তমানে অবসরের না নেওয়া ক্রিকেটারদের মধ্যে বর্ডার-গাভাস্কার ট্রফি তে সর্বোচ্চ রান সংগ্রহকারীর দিক দিয়ে বিরাট কোহলি বেশ পিছিয়ে রয়েছেন। কিন্তু এই স্মৃতি সেই হিসাবের পরিবর্তন করতে চাইবেন প্রাক্তন ভারত অধিনায়ক।

বর্ডার-গাভাস্কার ট্রফিতে সর্বোচ্চ রানসংগ্রাহক (অবসর না নেওয়া):

● চেতেশ্বর পূজারা (১৮৯৩)
● স্টিভ স্মিথ (১৭৪২)
● বিরাট কোহলি (১৬৮২)

 

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker