বিতর্কের মাঝেই বড় ঝটকা! আদানি গ্রুপের কয়েক হাজার কোটি টাকার টেন্ডার বাতিল যোগীরাজ্যে

বাংলাহান্ট ডেস্ক: হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) রিপোর্ট প্রকাশ হওয়ার পর থেকেই সমস্যায় রয়েছে আদানি গ্রুপ (Adani Group)। তাদের শেয়ারে কার্যত ধস নেমে গিয়েছে। প্রতিদিনই কমছে তাদের সম্পত্তির পরিমাণ। একইসঙ্গে প্রভাব পড়েছে গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির (Gautam Adani) সম্পত্তির উপরও। এ বার উত্তর প্রদেশ সরকারের থেকেও বড়সড় ধাক্কা খেল তারা। আদানি গ্রুপের হাজার হাজার কোটি টাকার টেন্ডার বাতিল করে দিল উত্তর প্রদেশ সরকার (Uttar Pradesh)। 

জানা গিয়েছে, উত্তর প্রদেশ সরকারের অধীনস্থ সংস্থা মধ্যাঞ্চল বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেড (MVVNL) আদানি গ্রুপের স্মার্ট মিটার সরবরাহের টেন্ডার বাতিল করে দিয়েছে। এর ফলে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকার ক্ষতি হতে চলেছে আদানি গ্রুপের। সূত্রের খবর, উত্তর প্রদেশ সরকারের কাছে সব থেকে কম দাম হেঁকেছিল আদানি গ্রুপ। তারপরেও তাদের টেন্ডার বাতিল করা হয়েছে। 

gautam adani

টেন্ডার বাতিলের কোনও নির্দিষ্ট কারণও দেখানো হয়নি সরকারের তরফে। মধ্যাঞ্চল, দক্ষিণাচল, পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল সহ উত্তর প্রদেশের ডিসকমগুলি ২৫ মিলিয়ন স্মার্ট মিটার সরবরাহের জন্য টেন্ডার জমা দিয়েছিল। সব টেন্ডার মিলিয়ে মোট দাম ছিল প্রায় ২৫ হাজার কোটি টাকা। আদানি গ্রুপ ছাড়াও জিএমআর (GMR), এল অ্যান্ড টি (L&T) এবং ইন্টেলিস্মার্ট ইনফ্রাও (Intellismart Indra) এই প্রকল্পে শামিল ছিল।

yogi adityanath phone

আদানি গ্রুপের তরফে এক একটি স্মার্ট মিটারের দাম ১০ হাজার টাকা বলা হয়েছিল। এটিই ছিল সর্বনিম্ন দাম। গ্রামীণ বিদ্যুতায়ন কর্পোরেশনের স্থায়ী বিলিং নির্দেশিকা অনুসারে, প্রতি মিটারে ৬ হাজার টাকা ধরা হয়েছিল। তাই আদানির দেওয়া মূল্যও অনেকটাই বেশি ছিল বলে মত অনেকের। তবে এমভিএনএল-এর তরফে আদানি গ্রুপকে জানিয়ে দেওয়া হয়েছে, অনিবার্য কারণে তাদের টেন্ডার বাতিল করে দেওয়া হয়েছে।

এ বার ফের নতুন করে টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু করতে চলেছে সংস্থাটি। উল্লেখ্য, যে চারটি বেসরকারি সংস্থা টেন্ডার জমা দিয়েছে, তারা কেউই স্মার্ট মিটার প্রস্তুত করে না। চুক্তি পাকা হওয়ার পরেই স্মার্ট মিটার উৎপাদন শুরু করত তারা। ইতিমধ্যেই উত্তর প্রদেশ বিদ্যুৎ উপভোক্তা ফোরামের তরফে টেন্ডারগুলির বিরোধিতা করা হয়েছিল। সে সময় বলা হয়েছিল, স্মার্ট মিটারের জন্য অত্যাধিক বেশি দাম হাঁকা হচ্ছে। তবে হিন্ডেনবার্গের রিপোর্টের আবহে আদানি গ্রুপের টেন্ডার বাতিলের খবর যথেষ্ট জল্পনার সৃষ্টি করেছে বণিক মহলে। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর