বাংলা হান্ট নিউজ ডেস্ক: মিরপুরে আজ ম্যাচের ফলাফল কি হবে তা পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশের স্পিনাররা কতটা ভালো পারফরম্যান্স করতে পারবেন তার ওপর। তৃতীয় দিনের শেষে ভারতের হয়ে ক্রিজে ছিলেন অক্ষর প্যাটেল এবং নৈশপ্রহরী জয়দেব উনদকাট। ভারতের স্কোর ছিল ৪ উইকেট হারিয়ে ৪১। প্রতিবেদনটি লেখার সময় উনদকাট ও অক্ষরকে হারিয়ে ফেলেছে ভারত। ভারতের স্কোর ৬ উইকেট হারিয়ে ৭৪। জয়ের জন্য এখনও প্রয়োজন ৭১ রান।
গোটা বাংলাদেশ সিরিজেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। কাল মেহেদী হাসানের বলে আউট হওয়ার পর হতাশায় বাংলাদেশের ফিল্ডারদের বাড়াবাড়ি রকমের উদযাপন দেখে মেজাজও হারিয়ে ফেলেছিলেন তিনি। এছাড়া মাঠে গতকাল গুরুত্বপূর্ণ ক্যাচও ফেলেছেন তিনি। তাই এটা বলা যায় যে ব্যক্তিগতভাবে বাংলাদেশে সময়টা ভালো যায়নি বিরাট কোহলির। এই সিরিজের আগে টেস্ট ফরম্যাটে কোহলির গড় ছিল ৪৯.৮৩। এই সিরিজ শেষে সেটা নেমে দাঁড়িয়েছে ৪৮.৯১-এ।
এরপরই সকলের সামনে উঠে আসছে একটি চাঞ্চল্যকর পরিসংখ্যান। শেষ ১০ ইনিংসের পরিপ্রেক্ষিতে বলা যায় বাংলাদেশের উইকেট রক্ষক নুরুল হাসানের চেয়েও পিছিয়ে রয়েছেন বিরাট কোহলি। সকলের বোঝার উদ্দেশ্যে তাদের দুজনের সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরা হলো:
বিরাট কোহলি-
ইনিংস: ১১
রান: ২৬৫
গড়: ২৬.৫০
স্ট্রাইক রেট: ৩৯.৪৩
অর্ধশতরান: ১
নুরুল হাসান-
ইনিংস: ১০
রান: ২৬৪
গড়: ২৯.৩৩
স্ট্রাইক রেট: ৬৫.৮৩
অর্ধশতরান: ২