পাকিস্তানের বিখ্যাত লেগ স্পিনার ইয়াসির শাহ জানিয়েছেন যে তার জীবনের অন্যতম লক্ষ্য ক্যারিয়ারে একবার বিরাট কোহলির উইকেট নেওয়া। বিভিন্ন রাজনৈতিক ইস্যুর জন্য এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের খেলা বন্ধ। দীর্ঘদিন ধরে ভারত পাকিস্তানের মধ্যে কোনরকম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি আর এটাই হল ইয়াসিরের ক্রিকেট কেরিয়ারের অন্যতম দুঃখের কারণ। কারণ তিনি তার জীবনে একবার হলেও ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে চান কিন্তু সেটা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।
এই 33 বছর বয়সী পাকিস্তানি লেগ স্পিনার ইতিমধ্যে 37 টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন তার ঝুলিতে রয়েছে 207 টি উইকেট। 2011 সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ইয়াসির শাহের, তারপর 2012 সালে তিনি ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলতে আসেন। কিন্তু মুম্বাই হামলার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে কোন প্রকার টেস্ট ম্যাচ না হওয়ায় ভারতের বিরুদ্ধে তার টেস্ট খেলার আক্ষেপ আর পূরণ হয়নি।
এইদিন ইয়াসির জানিয়েছেন যে ভারতের বিরুদ্ধে তার একটাও টেস্ট ম্যাচ খেলা হয়নি এটাই তার জীবনের অন্যতম দুর্ভাগ্যজনক ব্যাপার। এছাড়াও শেষ কয়েক বছরে সাদা বলেও খুব একটা মুখোমুখি হয়নি দুই দল। আর তাই তিনি বলেছেন যে একজন লেগ স্পিনার হিসাবে ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে বল করা চ্যালেঞ্জের আমি সেটাই করতে চাই। এবং বিরাট কোহলি সহ আরো বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছে ভারতে যারা ইতিমধ্যে বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছেন তাদের উইকেট তুলে নিতে চায়। কারণ বিরাট কোহলির উইকেট যেকোনো বোলারের কাছে স্বপ্নের ব্যাপার, আর সে স্বপ্ন আমি পূরণ করতে চাই।
তৃণমূলের গৃহযুদ্ধ! কল্যাণের ‘মাথায় কার হাত!’ মন্তব্যের পাল্টা দিলেন তৃণাঙ্কুর