বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের নতুন সহ-অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা। এর ফলে দীর্ঘ সময় পর ভারতের সীমিত ওভারের ক্রিকেটে অন্য একজন ফুল টাইম অধিনায়কের দেখা পেল। এই সিদ্ধান্তগুলি দেখে মনে হচ্ছে বিসিসিআই বিরাটের অধিনায়কত্ব নিয়ে সন্তুষ্ট ছিল না। অদূর ভবিষ্যতে এমনও দেখা যেতে পারে যে টেস্টের অধিনায়কত্বও বিরাটের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো।
নতুন টেস্ট অধিনায়ক হিসেবেও অনেকে রোহিত শর্মা-কে দেখছেন। সম্প্রতি, বিসিসিআই প্রমাণ করেছে যে রোহিত শর্মার ওপর অনেকটাই ভরসা রাখছে তারা। এই সময়ে, বিরাটের পরে দলের অন্য কোনও খেলোয়াড় টেস্ট অধিনায়ক হওয়ার মতো সক্ষম নন। বিসিসিআই-এর ইঙ্গিত থেকে এটাও পরিষ্কার যে রোহিতকেও নতুন টেস্ট অধিনায়ক করা যেতে পারে। তাকে দলের নতুন সহ-অধিনায়ক করা হয়েছে যাতে তিনি আগামী সময়ের টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব সামলানোর চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে পারেন।
এখানে বলে রাখা ভালো যে অজিঙ্কা রাহানেকে টেস্ট দলের সহ-অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন রোহিত। রাহানের পারফরম্যান্স শেষ কিছু সিরিজে একেবারেই আশাপ্রদ ছিল না, ফলে তাকে দল থেকে বাদ দেওয়ার বিষয়ে অবিরাম আলোচনা চলছে। সম্ভবত নির্বাচকরা তাকে খেলোয়াড় হিসেবে একটি শেষ সুযোগ দিতে চান। একই সঙ্গে, প্রতিটি ফরম্যাটে বড় দায়িত্ব পাওয়ার পর, রোহিতের কেরিয়ার এখন আরও বেশি উজ্জ্বল হতে । রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়া বড় কিছু অর্জন করবে বলে সবার একই আশা।
রোহিত শর্মা একজন দুর্দান্ত নেতা। তার অধিনায়কত্বে মুম্বাই ইন্ডিয়ান্স ৫ বার আইপিএল শিরোপা জিতেছে। রোহিতের মতো আইপিএল দলকে এতটা সাফল্য বিশ্বের কোনো অধিনায়ক দিতে পারেননি। মহেন্দ্র সিং ধোনি নিজেও চেন্নাইকে ৯ বার ফাইনালে নিয়ে যাওয়ার পরে মাত্র ৪ বার খেতাব জিততে সক্ষম হন। এখন রোহিত অবশ্যই ভারতীয় দলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।