ম্যাচ জিতেও রেগে আগুন বিরাট, আম্পায়ারদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ টিটোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড (India vs England 4th t20 match)। এই ম্যাচে ইংল্যান্ডকে আট রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরিয়েছে ভারত। তবে ম্যাচ জিতেও খুশি হতে পারলে না ভারত অধিনায়ক বিরাট কোহলি বরং তিনি ম্যাচের পর নিজের ক্ষোভ উগরে দিলেন।

ম্যাচ জয়ের পর আম্পায়ারিং নিয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন বিরাট কোহলি। ম্যাচ শেষে বিরাট বলেন, ” ফিল্ড আম্পায়ারদের আপাত দৃষ্টিতে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছেন তৃতীয় আম্পায়ার। এটা তাড়াতাড়ি বন্ধ হওয়া দরকার। কারণ এমনটা হয় ডিআরএস নিলে। আজ এটা আমাদের ক্ষেত্রে হয়েছে পরে আবার অন্য দলের ক্ষেত্রে হতে পারে। এই ধরনের সিদ্ধান্ত যেকোনো বড় ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আমরা এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে আরও অনেক বেশি স্বচ্ছতা আশা করছি।”

n2630818688ba6d009e301f1053bbeab0e1e3a8b6323f00ca70652c0ffdc51825d6b0d0b7a

ঘটনার সূত্রপাত হয় ভারতের ইনিংসের 14 তম ওভারে। সেই সময় মারকাটারি ভঙ্গিমায় ব্যাটিং করছিলেন সূর্য কুমার যাদব। স্যাম কারনের প্রথম বলে ছয় মারেন সূর্য দ্বিতীয় বলে ফের ছয় মারতে গেলে বাউন্ডারি লাইনের ধারে ক্যাচ ধরে নেয় ইংল্যান্ডের ডেভিড মালান। আপাতদৃষ্টিতে সেটি আউট দেন ফিল্ড আম্পায়ার, তবে তিনি তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেন। ফিল্ড আম্পায়ারের সফট সিদ্ধান্তের ভিত্তিতে আউট দিয়ে দেয় তৃতীয় আম্পায়ারও। তবে রিপ্লেতে পরিষ্কার দেখা যায় সেই বল মাটি ছুঁয়েছে। তারপরই তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর এই ব্যাপার নিয়েই ম্যাচ শেষে নিজের ক্ষোভ উগরে দেয় বিরাট কোহলি।


Udayan Biswas

সম্পর্কিত খবর