অবশেষে পিচ বিতর্কে মুখ খুললেন কোহলি, কড়া ভাষায় জবাব দিলেন সমালোচকদের

বাংলা হান্ট ডেস্কঃ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গোলাপি বলের টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। এই টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে বিরাট জয় পেয়েছে ভারত। ইংল্যান্ডকে 10 উইকেট হারিয়ে এই টেস্ট ম্যাচ জিতে সিরিজে 2-1 ফলাফলে এগিয়ে গিয়েছে বিরাট কোহলিরা।

ইংল্যান্ডকে বিরাট ব্যবধানে টেস্ট ম্যাচ হারিয়ে ইতিহাস তৈরি করেছে ভারতীয় দল। স্বাভাবিক ভাবেই এই মুহূর্তে ভারতীয় দলের নামে জয়জয়কার। বিশ্বের নানা প্রান্ত থেকে শুভেচ্ছা ভেসে আসছে টিম ইন্ডিয়ার জন্য। তবে ভারতের আনন্দে কিছুটা থাবা বসিয়েছে মোতেরার পিচ। ম্যাচ হারার পর মোতেরার পিচকেই দায়ী করেছে ইংল্যান্ড ক্রিকেটাররা।

এই পিঙ্ক বল টেস্ট মাত্র 2 দিনে শেষ হয়ে গিয়েছে। যেখানে টেস্ট শেষ হওয়ার কথা পাঁচ দিনে সেখানে মাত্র দু’দিনেই টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই পিচের অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে। এই টেস্টের প্রথম দিন থেকেই পিচ ভাঙতে শুরু করে। এমনকি মাঠকর্মীদের ঝাটা হাতে ধুলো পরিষ্কার করতেও দেখা যায়।

n2574683941c604eb2672e11f10a48ee5e58616ba95575061657e393f84de4b2d3c88525ca 1

টেস্ট শেষ হতেই একদিকে যেমন পিচ নিয়ে প্রশ্ন তোলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা, তেমনি বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার পিচ নিয়ে সমালোচনা করেন। তবে এইসব যুক্তি মানতে নারাজ ভারত অধিনায়ক বিরাট কোহলি। কোহলির দাবি দুদিন টেস্ট শেষ হওয়ার জন্য দায়ি দুই দলের ব্যাটসম্যানরাই। ব্যাটসম্যানরা ভালো পারফর্ম করতে পারেনি সেই কারণেই এই টেষ্ট শেষ হয়ে গিয়েছে মাত্র 2 দিনে, এতে পিচের কোন দোষ নেই।

Udayan Biswas

সম্পর্কিত খবর