বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ এখনও পর্যন্ত কমে নি। আর এরই মধ্যে ধারাবাহিক ভাবে ক্রিকেট খেলা চালিয়ে নিয়ে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। আর এই খেলাধুলা সম্পূর্ণ সুরক্ষিত ভাবে করার জন্য আইসিসির তরফে জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে। আর এই জৈব সুরক্ষা বলয় মেনে নিতে পারছেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি।
গত অস্ট্রেলিয়া সফরে গিয়েই জৈব সুরক্ষা বলয় নিয়ে প্রশ্ন তুলেছিল বিরাট কোহলি ফের একবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার পরই জৈব সুরক্ষা বলয় নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পরই আইপিএল শুরু হতে চলেছে। যেহেতু এখনও পর্যন্ত করোনার প্রকোপ কমেনি তাই এই মারণ ভাইরাসের হাত থেকে ক্রিকেটকে রক্ষা করতে একমাত্র ভরসা জৈব সুরক্ষা বলয়। সেই কারণে পুরো আইপিএল জুড়ে জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই থাকতে হবে ক্রিকেটারদের।
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শেষ হওয়ার পরই বিরাট কোহলি জানিয়েছেন, ” সবে মাত্র একটি সিরিজ শেষ হল। এরপর শুরু হচ্ছে আইপিএল। সেখানেও ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই থাকতে হবে। তারপর রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, তারপর ফের ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। সেখানেও বলয়ের মধ্যে থাকতে হবে। একসঙ্গে এতগুলো দিন বলয়ের মধ্যে থাকা খুবই কষ্টকর। কারণ এতে মানসিক ভাবে চাপ পড়ে। কিন্তু আমাদের এই পরিস্থিতি মানিয়ে নিতে হবে তাছাড়া আর উপায় নেই। খুব তাড়াতাড়ি এই পরিস্থিতির বদল হোক এটাই চাই।