বাংলা হান্ট নিউজ ডেস্ক: বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত জয় পেয়েছে। কিন্তু বিরাট কোহলি সিরিজের দ্বিতীয় ম্যাচেও বড় রান করতে ব্যর্থ। কোহলির আউটের বিশ্লেষণ করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণান এবং মুরালি কার্তিক। কোহলি এই সিরিজে নিজের সেরা ফর্মটা দেখাতে পারেননি। দ্বিতীয় ম্যাচে আবারও অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে আউট হয়েছেন।
কাল নিয়মিত অধিনায়ক কায়রন পোলার্ড অনুপলব্ধ থাকায় ওয়েস্ট ইন্ডিজ একাদশে আসা ওডেন স্মিথ একই ওভারে রিশভ পন্থ এবং বিরাট কোহলির উইকেট তুলে নিয়ে ভারতকে ধাক্কা দিয়েছিলেন। পন্থ অফ স্টাম্পের বাইরের বল পুল করতে গিয়ে আউট হন। সেই ওভারেরই শেষ বলে কোহলি অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ড্রাইভ করার সময় বলটিকে খোঁচা দিয়ে সাই হোপের হাতে পাঠিয়ে ফেরেন।
কোহলির আউট হওয়ার ধরণ বিশ্লেষণ করতে গিয়ে প্রাক্তন ভারতীয় লেগ-স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণান বলেছেন সঠিক ফুট মুভমেন্টের অভাব কোহলির পতন ডেকে এনেছে। তিনি বলেছেন সাধারণত কোহলির সামনের পা খুব ভাল অবস্থানে থাকে ড্রাইভ করার সময়। তবে এই সময়ে তা ছিল না। কোহলি অতি আগ্রাসী হতে চেয়েছিলেন যা নিয়ে তার নিজের মনেও হয়তো কিছুটা দ্বন্দ্ব ছিল।” প্রসঙ্গত, কাল ৩০ বলে ১৮ রান করে আউট হন কোহলি।
ভারতের প্রাক্তন বাঁহাতি স্পিনার মুরালি কার্তিক বলেছেন, কোহলি সম্ভবত খুব বেশি চেষ্টা করছেন প্রতিপক্ষকে চাপে রাখার। তিনি বলেছেন, “কোহলি খুবই উৎকৃষ্ট মানের একজন খেলোয়াড়। তার ব্যাটে রান ঠিক আসবে। তবে দেখে মনে হচ্ছে তিনি প্রতিপক্ষকে নিজের ব্যাটিং দিয়ে দাবিয়ে রাখতে চান যা তিনি গত ১৩-১৪ বছর ধরে করেছেন, যার ফলে কিছুটা সমস্যা হচ্ছে” কার্তিক বলেছিলেন।