বাংলা হান্ট নিউজ ডেস্ক: মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়েছে ভারত। এই জয়ে দারুণ উচ্ছ্বসিত টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বিরাট কোহলি বলেন, ‘যখন আপনি বিশ্বাস করেন এবং অনুশীলনে জোর দেন তখন মাঠে সবকিছুই নিখুঁত।’ তিনি বিশ্বাস করেন যে সাফল্য পুরো দলের, কারও একার নয়, পুরো দলের, খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করেছে এবং ভবিষ্যতেও করবে।
বিরাট কোহলি বলেছেন যে টিম ইন্ডিয়া আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ বাদে সব জায়গায় ভালো ক্রিকেট খেলেছে। বিরাট কোহলি বলেছেন, ‘ইংল্যান্ডে আমরা যে ধরনের ক্রিকেট খেলেছি এবং এই সিরিজে আমরা যেভাবে পারফর্ম করেছি তা আমাদের অনেক আত্মবিশ্বাস বাড়াবে। আপনি একটি টুর্নামেন্টে, আপনি প্রতিটি ম্যাচ বা সিরিজ জিততে পারবেন না, তবে ভারতীয় দলের কাছ থেকে এটিই প্রত্যাশিত যে ১২ মাসে আমাদের সবকিছু জিততে হবে। এটি সাধারণত সম্ভব নয়, তবে আমরা জানি যে আমরা কোথায় উন্নতি করতে পারি। কোন কোন ক্ষেত্রে আমরা সঠিক পথে এগিয়ে যেতে পারি।
কোহলি জানিয়েছেন যে ভারতীয় দলের লেভেল সব সময়ই উঁচুতে থাকা উচিত। দেশে হোক বা দেশের বাইরে, সিনিয়র হোক বা তরুণরা, প্রত্যেকের মানসিকতা একই থাকা উচিত। বছরের পর বছর ভারত ধরনের ক্রিকেট খেলেছে তা বিচার করে কোহলি মনে করেন যে তারা ভালো ক্রিকেট খেলেছেন।
রাহানে প্রসঙ্গে কোহলি বলেছেন, “আমি অজিঙ্কা রাহানে-র ফর্ম বিচার করতে পারি না, আমার মতে অন্য কেউই তা বিচার করতে পারে না, একজন খেলোয়াড় জানে খেলার কোন ক্ষেত্রগুলো আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। অতীতে যারা কঠিন পরিস্থিতিতে ভালো করেছে তাদের সমর্থন করা খুবই গুরুত্বপূর্ণ। কিছুটা চাপ আছে, ঠিকই, তবে কাউকে চাপ দেওয়া হবে না। হঠাৎ করেই কাউকে ছেঁটে ফেলা যায় না।