প্রয়াত হিমাচল প্রদেশের ৬ বারের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বাংলা হান্ট ডেস্কঃ হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের প্রবীণ নেতা বীরভদ্র সিং (Virbhadra Singh) বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৮৭ বছর বয়সে শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজে ভোর ৩ঃ৪০ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৩০ এপ্রিল ওনাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সোমবার থেকে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল হিমাচল প্রদেশের ৬ বারের মুখ্যমন্ত্রীর। এরপর ওনাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল।

১৩ এপ্রিল তিনি করোনায় আক্রান্ত হন। এরপর ওনাকে মোহালির ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তিনি করোনা থেকে সুস্থ হয়ে ২৩ এপ্রিল হাসপাতাল থেকে ছুটি পান। এর কয়েকদিন পরই ওনার শ্বাসকষ্ট শুরু হয় আর ওনাকে শিমলার মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। সেখানে ওনার করোনার পরীক্ষা করানো হলে, রিপোর্ট পজেটিভ আসে। উনি দ্বিতীয়বারও করোনাকে হারিয়ে দিয়েছিলেন।

বীরভদ্র রাজনৈতিক সফর অনেক দীর্ঘ ছিল। তিনি ৬ বার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯৮৩ থেকে ১৯৯০, ১৯৯৩ থেকে ১৯৯৮, ২০০৩ থেকে ২০০৭ আর ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত তিনি হিমাচল প্রদেশে মুখ্যমন্ত্রী ছিলেন। এছাড়াও ইউপিএ সরকারে তিনি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। ১৯৬২ সালে প্রথমবার সাংসদ হয়েছিলেন তিনি। নিজের রাজনৈতিক জীবনে ৫ বার সাংসদ আর ৯ বার বিধায়ক হয়েছিলেন তিনি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর