বাংলা হান্ট ডেস্ক: জমে উঠেছে T20 বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) লড়াই। এদিকে, গত সোমবার T20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে পরাজিত হয় বাংলাদেশ (Bangladesh)। তারপরেই বাংলাদেশের তারকা খেলোয়াড় সাকিব আল হাসানের (Shakib Al Hasan) প্রসঙ্গে বড় প্রতিক্রিয়া দিলেন ভারতের প্রাক্তন কিংবদন্তি ব্যাটার বীরেন্দ্র শেহবাগ (Virendar Sehwag)। জানিয়ে রাখি যে, ওই ম্যাচে ১১৪ প্রাণের সামান্য লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৪ রানে পরাজিত হয়। এদিকে, ওই গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ৩ রান করেই আউট হয়ে যান সাকিব। এমতাবস্থায়, T20 ক্রিকেট থেকে সাকিবের অনেক আগেই অবসর নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন শেহবাগ।
এই প্রসঙ্গে বীরু স্পষ্টভাবে জানিয়েছেন যে, “গত বিশ্বকাপের সময়ে আমি ভেবেছিলাম T20 ফরম্যাটে সাকিবকে দলে নেওয়া উচিত হবে না। ওর অবসরের সময় এসেছে অনেক আগেই। সে একজন সিনিয়র খেলোয়াড়। পাশাপাশি এই দলের অধিনায়কও ছিল। তার নিজের বর্তমান পারফরম্যান্সের পরিসংখ্যানে লজ্জা পাওয়া উচিত। সাকিবের নিজেই এগিয়ে এসে ঘোষণা করা উচিত যে যথেষ্ট হয়েছে। আমি এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি।”
এর পাশাপাশি শেহবাগ এটাও বলতে চেয়েছিলেন যে সাকিব “অ্যাডাম গিলক্রিস্ট বা ম্যাথু হেডেন নন” যে তিনি পুল শট খেলার ওপরে নির্ভর করতে পারেন। বরং, তাঁকে নিজের মতো করে খেলার স্টাইলের পরামর্শ দেন। এই প্রসঙ্গে শেহবাগ জানান, “সাকিবের অভিজ্ঞতার জন্য যদি তাকে বিশ্বকাপের স্কোয়াডে নেওয়া হয় সেক্ষেত্রে তাহলে এটা দেখাতে হবে যে এই নির্বাচন মূল্যবান ছিল। অন্তত কিছুটা সময় ক্রিজে কাটাতেই হবে। সাকিব অ্যাডাম গিলক্রিস্ট বা ম্যাথু হেডেন নয়। হুক এবং পুল তার শক্তি নয়। সে একজন বাংলাদেশি খেলোয়াড়। তার উচিত নিজের সামর্থ্য অনুযায়ী খেলা”
আরও পড়ুন: পাওয়ার, শিন্ডের পর ক্ষুব্ধ আরেক শরিক! ছাড়বে জোট? তোলপাড় NDA-তে
এদিকে, আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই সেক্ষেত্রে দেখা যাবে যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর ২ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট হল ২। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, নিজেদের পরাজয়ের প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, “আমরা কিছুটা নার্ভাস ছিলাম। তবে, আমরা এই বিষয়ে আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা ওই রানের লক্ষ্য অতিক্রম করতে পারব। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি। তানজিম হাসান গত কয়েক দিন ধরে কঠোর পরিশ্রম করেছে। আমরা নতুন বলে উইকেট চেয়েছিলাম। এই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। শেষ কয়েক ওভারে ওরা অত্যন্ত ভালো বোলিং করেছে। ক্রিকেটে এটা হতে পারে।”
আরও পড়ুন: গুণে গুণে দিতে হবে ৭৫ হাজার টাকা! নির্বাচনের পরেই রোড ট্যাক্স আদায়ের নয়া নিয়ম বঙ্গে
এর পাশাপাশি তিনি আরও বলেন, “রিশাদ ভালো পারফরম্যান্স করেছে। গত কয়েকটি সিরিজে আমরা যেভাবে বোলিং করেছি সেক্ষেত্রে তার কঠোর অনুশীলন চোখে পড়েছে। গত ১০ থেকে ১৫ বছর ধরে আমরা লেগ স্পিনার নিয়ে লড়াই করেছি। তাই আমরা ভাগ্যবান যে এমন একজন পেয়েছি। আশা করি সে এভাবেই খেলা চালিয়ে যাবে। আমাদের সমস্ত সমর্থকদের ধন্যবাদ। আশা করছি তাঁরা ওয়েস্ট ইন্ডিজেও আসবেন।”