“এটা একটা খেলা, টিভি ভাঙার কি দরকার!” পাকিস্তানি সমর্থকদের ব্যঙ্গ বীরেন্দ্র সেওবাগের

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল গতকাল ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রোহিত শর্মার ভারতের কাছে ৪ উইকেটে হারের সম্মুখীন হয়েছে। আর এই ম্যাচে পাকিস্তানের পরাজয়ের সবচেয়ে বড় দুটি কারণ ছিল বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিং এবং হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্স। তবে বিরাটের ইনিংস কাল অন্য সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কাল কোহলি ৫৩ বলে ৮২ রানের একটি অপরাজিত ইনিংস খেলেন। তার ইনিংসটি সাজানো ছিল ছয়টি চার ও চারটি ছক্কায়। এই জয়ের মাধ্যমে, রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল ২০২২ সালের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে হারের প্রতিশোধ নিয়েছে। কাল দীপাবলির প্রাক্কালে ভারতীয় দল ভারতবাসীদের মনে আগেই উৎসবের আনন্দ এনে দিয়েছেন।

পাকিস্তানের পরাজয়ের পর ভারতের প্রাক্তন বিস্ফোরক ওপেনার বীরেন্দ্র সেওবাগ সোশ্যাল মিডিয়ায় চিরপ্রতিদ্বন্দ্বীদের একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে একজন ভক্তকে টিভি ভাঙতে দেখা যায়। এই ভিডিওর ক্যাপশনে সেওবাগ লিখেছেন, “প্রতিবেশীরা শান্ত হোন! এটা শুধুমাত্র একটা খেলা। আমাদের এখানে দীপাবলি আছে, আমাদের এখানে মানুষরা বাজি ফাটাচ্ছেন এবং আপনি অকারণে নিজেদের বাড়িতে টিভি ভাঙছেন। আপনারা হেরেছেন, তাতে টিভির কি দোষ”

এছাড়াও বীরেন্দ্র সেওবাগ প্রতিবেশী দেশের ক্রিকেটভক্তদের ব্যঙ্গ করে মাঝেমধ্যেই পোস্ট করে থাকেন। এই তারকা ক্রিকেটার বরাবরই নিজের মনে যা আসে তা মুখে বলে দিয়ে থাকেন। কাল তিনি নরেন্দ্র মোদির একটি ছবি পাকিস্তানের ভক্তদের উদ্দেশ্যে পোস্ট করেন যেখানে লেখা ছিল “আপনারা দয়া করে কান্না বন্ধ করুন।”

 

View this post on Instagram

 

A post shared by Virender Sehwag (@virendersehwag)

কালকের ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ:
পাকিস্তান: ১৫৯/৮
(শান মাসুদ: ৫২*, ইফতিকার: ৫১)
(হার্দিক: ৩/৩০, অর্শদীপ: ৩/৩২)

ভারত: ১৬০/৬
(বিরাট কোহলি ৮২*, হার্দিক পান্ডিয়া ৪০)
(হ্যারিস রাউফ ২/৩৬)

X