ভারতে বিশ্বকাপে নেই দুই বারের বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজ! “লজ্জা করছে?” প্রশ্ন সেওবাগের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আশঙ্কা করা হয়েছিল অনেক আগেই। কিন্তু শেষ পর্যন্ত যে সেই আশঙ্কা সত্যি হয়ে উঠবে তা কল্পনা করেননি অনেকেই। গত বছর অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার আসন্ন অক্টোবর মাসে ভারতের মাটিতে আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপেরও (ODI World Cup 2023) যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলো দুই ফরম্যাটেই দুইবারের বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজ (West Indies) দল।

সুপার সিক্স পর্যায় শুরু হওয়ার আগেই যোগ্যতাঅর্জন পর্বের গ্রুপে জিম্বাবোয়ে এবং নেদারল্যান্ডসের কাছে হেরে চাপ বেড়েছিল জেসন হোল্ডারদের ওপর। তবে খাতায়-কলমে তাদের সামনে সুযোগ ছিল সুপার সিক্সের তিনটি ম্যাচ জিতে বিশ্বকাপের মূল পর্বের যোগ্যতা অর্জন করার। সেই সঙ্গে অন্য দলগুলির ম্যাচের ফলাফলের ওপরও নির্ভর করতে হতো তাদের।

কিন্তু সেই পারমুটেশন কম্বিনেশনের জায়গাই দিল না ক্যারিবিয়ান ক্রিকেটাররা। আজ স্কটল্যান্ডের কাছে সাত উইকেটের বিশাল ব্যবধানে হেরে বিশ্বকাপের মঞ্চে যাওয়ার যাবতীয় সুযোগের দরজা নিজেদের হাত দিয়েই বন্ধ করে দিলেন সাই হোপ-রা। ব্যাট হাতে মাত্র ৪৪ ওভার ব্যাটিং করে ১৮১ রান তুলেছিল তারা। ৪৪ ওভার এর মধ্যেই মাত্র তিন উইকেট হইয়ে সেই রান তুলে নেয় স্কটল্যান্ড।

ক্যারিবিয়ানদের হয়ে জেসন হোল্ডার (৪৫) ও রোমারিও শেফার্ড (৩৬) ছাড়া কেউই কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। স্কটল্যান্ডের হয়ে তিন উইকেট নেন ব্র‍্যান্ডন ম্যাকমুলাম। এরপর রান তাড়া করতে নেমে ম্যাকমুলামের (৬৯) পাশাপাশি ম‍্যাথু ক্রস (৭৪*) অর্ধ শতরান করে ক্যারিবিয়ানদের হার নিশ্চিত করে।

ওয়েস্ট ইন্ডিজের এই অবস্থা দেখে মেজাজ হারিয়েছেন বীরেন্দ্র সেওবাগ। প্রাক্তন ভারতীয় ওপেনার ক্যারিবিয়ান বোর্ড ও ম্যানেজমেন্টকে আক্রমণ করে বলেছেন, “কি লজ্জা. ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। শুধুমাত্র প্রতিভা দেখায় তা যথেষ্ট নয়, রাজনীতি থেকে মুক্ত ফোকাস এবং ভালো মানুষ পরিচালনা প্রয়োজন। একমাত্র সান্ত্বনা হল এখান থেকে ডুবে যাওয়া আর কম নয়।”

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর