বাংলাহান্ট ডেস্কঃ নিরুপায় হয়ে অক্সিজেন নলযুক্ত মাস্ক মুখে পড়েই রান্না করছেন এক মহিলা। করোনা পজেটিভ হয়েও, করোনাকালে নিজের গৃহিনীর দায়িত্ব পালন করে যাচ্ছেন। স্যোশাল মিডিয়ায় শেয়ার হওয়া এই ছবি দেখে আবেগঘন হয়ে পড়লেন বীরেন্দ্র শেহওয়াগের (Virender Sehwag)। নেটনাগরিকদের কাছে আবেদন করলেন, ওই মহিলার ঠিকানা জানলে, তাঁকে যেন জানানো হয়।
করোনা কালে সমাজের প্রথম সারির মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ- এই সংকটের দিনে সমস্যায় থাকা মানুষদের পাশে দাঁড়াতে অনেকেই এগিয়ে এসেছেন। করোনার প্রথম পর্বেই এই তালিকায় নাম লিখিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ। এবারেও দেখা গেল জনসেবায় ব্রতী হতে।
Glad to have Domino's Pizza on board as delivery partner for our initiative of providing free home cooked meals to Covid patients and Covid care centres in Delhi .
If you are a covid patient requiring meals, please send a DM to @SehwagFoundatn .
Thank you @dominos pic.twitter.com/rUWSmoqjkI— Virender Sehwag (@virendersehwag) May 24, 2021
ডমিনোজের সঙ্গে একজোট হয়ে করোনা রোগীদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন তিনি। বাইরের রান্না করা খাবার নয়, বাড়িতেই খাবার তৈরি করে তা প্যাকেট করে পৌঁছে দেওয়া হচ্ছে করোনা রোগীদের বাড়ির পাশাপাশি দিল্লীর বিভিন্ন কোভিড কেয়ার সেন্টারেও। একথা নিজেই স্যোশাল মিডিয়ায় জানিয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ।
If anyone can please provide her contact details, please DM @AmritanshuGupta @SehwagFoundatn we want to take care of meals for her and her family till she recovers. https://t.co/o9Kq9p1BPY
— Virender Sehwag (@virendersehwag) May 23, 2021
পাশাপাশি অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়েই রান্নাঘরে রন্ধনরত মহিলার ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘মা তো মা’ই হয়’। আর যদি কেউ এনার বিষয়ে কিছু জেনে থাকেন, কিংবা ওনার ঠিকানা জানেন, তাহলে তাঁকে জানানোর অনুরোধও করেছেন তিনি।