ভালোবাসাকে পাওয়ার জন্য লড়াই করেছিলেন সেহবাগ, করেছিলেন নিজের আত্মীয়া বোনকে বিয়ে

মাত্র ৭ বছর বয়সে প্রথম দেখা হয়েছিল। তারপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রেমে পড়েন একে অপরের। তারপর চলেছিল দীর্ঘ লড়াই। অনেক কষ্টে পরিবারের সকলকে রাজী করিয়েই

বিয়ে করেছিলেন ভারতীয় ক্রিকেটের কিংবন্দী প্লেয়ার বীরেন্দ্র সেহবাগ(Virender Sehwag) এবং আরতি আহলাওয়াত। কারণ, তাঁর স্ত্রী ছিল সম্পর্কে তাঁর আত্মীয়া বোন।

জানিয়ে রাখি, আরতি আহলাওয়াতের পিসির সঙ্গে বিয়ে হয়েছিল সেহবাগের এক আত্মীয় দাদার। যার ফলে সম্পর্কের দিক থেকে দেখতে গেলে, তাঁরা ছিলেন ভাই বোন। কিন্তু ৩ বছর ধরে প্রেমের সম্পর্কে থাকার পর তাঁরা বিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন।

Virender Sehwag

নিজের বিয়ের বিষয়ে সেহবাগ জানান, ‘আমাদের পরিবারে আত্মীয় ভাই বোনের বিয়েটা কেউই সেভাবে মেনে নিতে পারেনি। প্রথমটায় আমার বাবা মাও মেনে নিতে চাননি। তাঁদের অনেক করে বোঝানোর পর অবশেষে তাঁরা রাজী হন। কারণ এই বিয়েতে সম্মই দেওয়া তাঁদের পক্ষে খুব কঠিন কাজ ছিল’।

অন্যদিকে সেহবাগের স্ত্রী আরতি জানান, ‘শুধুমাত্র সেহবাগের পরিবারই নয়, আমাদের সম্পর্কের বিরুদ্ধে ছিল আমার পরিবারের লোকেরাও। তবে দুই পরিবারের মানুষজনদের রাজী করিয়ে ২০০৪ সালে আমাদের বিয়ে হয়। এখন আমাদের দুই ছেলেও রয়েছে আর্যবীর ও বেদান্ত’।

জানিয়ে রাখি, ২০০২ সালে সেহবাগ (Virender Sehwag) একবার মজার ছলেই আরতীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তারপর বেশ কিছুটা সময় নিয়ে বেশ গভীরভাবে ভাবনা চিন্তা করে সেহবাগের প্রস্তাবে রাজী হন আরতী। জানলে অবাক হবেন, সেইসময় সেহবাগ এবং আরতীয় বিয়ে হয়েছিল প্রাক্তন বিজেপি নেতা অরুণ জেটলির সরকারি বাংলোতে।

Subhajit
Subhajit

আমি শুভজিৎ মাজি, কালিপুর মহাবিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট। বিগত ৪ বছর ধরে ডিজিটাল সংবাদমাধ্যমে কর্মরত। মূলত রাজনীতি ও আন্তর্জাতিক খবর প্রকাশনার মাধ্যমে পবিত্র গণতান্ত্রিক অধিকার-সংরক্ষনের পবিত্র নৈতিক দায়িত্ব পালন করি।

সম্পর্কিত খবর