আচমকাই ক্রিকেট বিশ্বে সন্ধান পাওয়া গেলো নতুন ধোনির! চোখে আঙুল দিয়ে দেখালেন সেওবাগ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ইতিপূর্বে ক্রিকেট বিশ্ব মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) মতো সফল এবং ঠান্ডা মাথার অধিনায়ক দেখেনি। একজন অধিনায়ক হিসেবে যা যা জয় করা সম্ভব তার সমস্ত কিছুই জয় করেছেন তিনি। কঠিন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার জন্য তিনি বিশেষ জনপ্রিয় হয়েছিলেন। বর্তমানে তার একসময়ের সতীর্থ বীরেন্দ্র সেওবাগ বিশ্ব ক্রিকেটে খুঁজে পেলেন নতুন এক ক্রিকেটারকে যিনি ধোনির মতোই ঠান্ডা মাথার অধিনায়ক।

এই মুহূর্তে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ইংল্যান্ডের মাটিতে রয়েছে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের জন্য। ফ্রিজের প্রথম টেস্টটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে দুই উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। দীর্ঘদিন ইংল্যান্ডের মাটিতে কোনও টেস্ট সিরিজ যেতে নেই অজিরা। এবার তাদের সামনে ভালো সুযোগ রয়েছে সিরিজে এগিয়ে যাওয়ার পর সেই অসম্ভবকে সম্ভব করে দেখানোর।

আর তাদের এই অসাধারণ জয়ের পেছনে একটা বড় কৃতিত্ব দিতে হবে প্যাট কামিন্সকে। কাল যখন তিনি ব্যাটিং করতে নামেন তখন ৭২ রান বাকি অস্ট্রেলিয়ার। হাতে রয়েছে কেবলমাত্র তিন উইকেট। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার স্পিনার ন্যাথান লিয়নের সঙ্গে জুটি বেঁধে দলকে একটি ঐতিহাসিক জয় এনে দেন তিনি।

cummins test bat

কামিন্স নিজে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৩৮ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। এই ইনিংসে করলেন ৭৩ বলে অপরাজিত ৪৪ রানে। ইংল্যান্ডের মুড়িয়া চেস্টা ব্যর্থ হয়ে গেল তার ব্যাটের সামনে। এছাড়া বল হাতে প্রথম ইনিংসে কোন উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়ে ইংল্যান্ডকে ভাঙতে সাহায্য করেছেন তিনি।

চাপের মুখে যেভাবে ঠান্ডা মাথায় নিজের কাজটা করে এসেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক তা দেখে মুগ্ধ ভারতের প্রাক্তন অভিনয়ের বীরেন্দ্র সেওবাগ। টুইট করে তিনি কামিন্সের প্রশংসা করেছেন এবং তাকে নতুন ক্যাপ্টেন কুল বলে আখ্যা দিয়েছেন, যে উপাধি এর আগে শুধুমাত্র মহেন্দ্র সিংহ ধোনির কপালে জুটেছিল।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর