বাংলা হান্ট ডেস্ক: জমে উঠেছে IPL-এর লড়াই। শুধু তাই নয়, প্রতিটি ম্যাচই হয়ে উঠছে উত্তেজক। এদিকে, গত রবিবার রাজস্থান রয়্যালসের কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস। ওই ম্যাচে ধোনি (MS Dhoni) ১১ বলে ১৬ রান করেন। শেষ ওভারে আউট হয়ে যান তিনি। এদিকে, ওই ম্যাচের পর ধোনির ব্যাটিং অর্ডার ও ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠছে।
ধোনি (MS Dhoni) আউট হতেই ম্যাচ হেরে যায় CSK:
শেষে রান করা সহজ নয়: ইতিমধ্যেই এই বিষয়টির পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন ভারতের প্রাক্তন তারকা খেলোয়াড় বীরেন্দ্র শেহবাগ। পাশাপাশি, তিনি ধোনির (MS Dhoni) ফিনিশিং ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। শেহবাগ বলেছেন যে, সাম্প্রতিক সময়ে ধোনি কবে দলকে ম্যাচ জিতিয়েছে তার মনে নেই।
ক্রিকবাজকে তিনি বলেন, “২০-র মধ্যে ৪০ রান তৈরি করা একটি কঠিন কাজ। একজন খেলোয়াড় যত বড়ই হন না কেন, এটি একটি কঠিন কাজ। আপনি একটি বা দু’টি ক্ষেত্রে জিতবেন, এইটুকুই। আমার মনে আছে ধোনি (MS Dhoni) অক্ষর প্যাটেলের বলে ২৪ বা ২৫ রান করেছিলেন এবং একবার ধর্মশালায় তিনি ইরফান পাঠানের বলে ১৯ বা ২০ রান করেন।”
আরও পড়ুন: IPL শুরু হতে না হতেই বিপত্তি! BCCI-র বড়সড় জরিমানার সম্মুখীন হার্দিক পান্ডিয়া
এম এস ধোনি ম্যাচ জেতাতে পারেননি: শেহবাগ আরও বলেন যে, “আপনি মাত্র ১ টি বা ২ টি ম্যাচ মনে রাখতে পারেন। কিন্তু, সাম্প্রতিক কোনও ম্যাচ মনে নেই। গত পাঁচ বছর ধরে CSK ১৮০-র বেশি স্কোর করতে পারেনি।”
আরও পড়ুন: পাকিস্তানের “বন্ধু”-র ঘুম উড়িয়ে বড় পরিকল্পনা ভারতীয় বায়ুসেনার! জানলে হবেন অবাক
শেষ ওভারে আউট হন ধোনি: গত রবিবার সম্পন্ন হওয়া ম্যাচে চেন্নাইয়ের জয়ের ক্ষেত্রে আশাবাদী ছিলেন অনুরাগীরা। শেষ ওভারে ক্রিজে ছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও রবীন্দ্র জাদেজা। কিন্তু,ওই ওভারে ম্যাচের গতিপথ পাল্টে দেন সন্দীপ শর্মা।শেষ ৬ বলে ২০ রান দরকার ছিল জয়ের জন্য। কিন্তু কিংবদন্তি ফিনিশার মহেন্দ্র সিং ধোনি আউট হওয়ার সাথে সাথে সমস্ত আশা ভেঙে যায় এবং CSK পরাজিত হয়।