বাংলা হান্ট নিউজ ডেস্ক: অবিশ্বাস্য ঘটনা ঘটলো শনিবার অস্ট্রেলিয়ার টাউন্সভিলের রিভারওয়ে স্টেডিয়ামে। পুরনো শক্তির দল নিয়েও জিম্বাবোয়ের বিরুদ্ধে হারের মুখ দেখলো অ্যারন ফিঞ্চের অজি দল। দুর্দান্ত লড়াই করে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারালেন রেজিস চাকাবাভারা। সিরিজ জিততে না পারলেও এই ম্যাচ জিতে অত্যন্ত খুশি জিম্বাবোয়ে ক্রিকেটাররা।
ভারত সফরে আসার আগে দুর্বল জিম্বাবোয়ের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছিলেন ডেভিড ওয়ার্নাররা। সিরিজের প্রথম দুই ম্যাচে ৫ উইকেট এবং ৮ উইকেটে জয় পাওয়ার পর তৃতীয় ম্যাচ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন তারা। কিন্তু সমস্ত হিসাব গুলিয়ে যায় জিম্বাবোয়ের দুরন্ত বোলিংয়ের সামনে। ডেভিড ওয়ার্নার ৯৪ রান করা সত্ত্বেও জিম্বাবুয়ের লেগস্পিনার রায়ান বার্লের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ বিশেষ করে লোয়ার মিডল অর্ডার।
মাত্র ১৪১ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ওপেনার ডেভিড ওয়ার্নারের ৯৬ বলে ৯৪ রানের ইনিংস ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (১৯)। দুর্দান্ত বোলিং করে মাত্র ৩ ওভারে ১০ রান দিয়ে ৫ টি উইকেট নেন বার্ল। তার এই দুর্দান্ত পারফরম্যান্স এর জন্য গোটা বিশ্ব তাকে অভিনন্দন জানিয়েছেন।
জিম্বাবোয়ের এই দুর্দান্ত জয়ে অত্যন্ত উচ্ছসিত প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওবাগ। তিনি টুইট করে লিখেছেন, “অসাধারণ! সব সময় ভালো লাগে যখন খাতায়-কলমে কোনও দুর্বল দল এত ভাল পারফরম্যান্স করে। জিম্বাবোয়ে পূর্ণশক্তির অস্ট্রেলিয়া দলকে হারিয়েছে। তাদের মত দলের পক্ষে অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো, ওডিআই ইতিহাসের সবচেয়ে বড় অঘটন হিসাবেও চিহ্নিত হতে পারে। অভিনন্দন তাদেরকে।”
Wow! Feels good when an underdog does well.
Zimbabwe beating a full strength Australian side in Australia. Not that anywhere else would have been lesser, but at home beating Australia has to be
One of the biggest upsets in history of ODI cricket. Well done Zimbabwe. #AusVsZim pic.twitter.com/PeYDBUpi65— Virender Sehwag (@virendersehwag) September 3, 2022
রান তাড়া করতে নেমে অবশ্য জশ হ্যাজলউডের বোলিংয়ের সামনে কেঁপে গিয়েছিল জিম্বাবোয়েও। নিয়মিত ব্যবধানে উইকেট হারাচ্ছিল তারাও। কিন্তু লক্ষ্য মাত্রা এতটাই ছোট ছিল যে কোনোভাবেই জিম্বাবোয়েকে আটকাতে পারেনি অস্ট্রেলিয়ার বোলাররা। অধিনায়ক চাকাগাভা ৭২ বলে ৩৭ রানের একটি ধৈর্য্যশীল ইনিংস খেলে দেশকে জয় এনে দেন।