কোহলি ও রোহিতকে নিয়ে বড় ভবিষ্যৎবাণী করলেন সেওবাগ! শুনলে আশ্চর্য হবেন ভক্তরা  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বছরের অক্টোবর থেকে ফের একবার দেশের মাটিতে বিশ্বকাপ (ODI World Cup 2023) জয়ের লক্ষ্য দিয়ে মাঠে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। ১২ বছর আগে যখন শেষবার ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ আয়োজিত হয়েছিল, তখন মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন দল প্রথম ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবে ঘরের মাটিতে বিশ্বকাপ জিতেছিল। এবার রোহিত শর্মার (Rohit Sharma) ওপর দায়িত্ব থাকবে ধোনির কীর্তির পুনরাবৃত্তি করে দেখানোর। আর এই কাজে তার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)।

২০১১ সালে ভারতীয় নির্বাচকরা যখন বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছিল তখন সেই স্কোয়াডে জায়গা পাননি ২০০৭ সালে ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা রোহিত শর্মা। বিরাট কোহলি তখন অত্যন্ত তরুণ এবং অনভিজ্ঞ ক্রিকেটার ছিলেন, কিন্তু তাও ভদ্রস্থ পারফরম্যান্স করেছিলেন গোটা টুর্নামেন্ট জুড়ে। এবার যখন ভারতীয় দলে আবারও একবার বিশ্বসেরা হওয়ার খেতাব দখল করার লক্ষ্যে মাঠে নামবে তখন তারা দুজন হবেন ভারতীয় দলের সবচেয়ে সিনিয়র সদস্য।

সাম্প্রতিক সময়ে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাট আর আগের মত ধারাবাহিকভাবে গর্জে ওঠে না। কিন্তু দেশের মাটিতে বিশ্বকাপের মঞ্চে জ্বলে ওঠার জন্য মরিয়া হয়ে থাকবেন দুই তারকাই। ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও বিশ্বাস করেন যে এটাই হয়তো তাদের শেষ মেগা টুর্নামেন্ট নয়। তারা আরও কিছুদিন ভারতীয় ক্রিকেটের সেবা করুক, এমনটা প্রত্যাশা করেন অনেক ক্রিকেট ভক্তরাই।

সম্প্রতি বিরাট কোহলি এবং রোহিত শর্মা সম্পর্কে একটি বড় ভবিষ্যৎবাণী করেছেন বীরেন্দ্র সেওবাগ। প্রাক্তন ভারতীয় তারকা সামনে প্রশ্ন রাখা হয়েছিল যে তিনি কি মনে করেন যে এই বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহ কারা হতে পারেন। এই প্রশ্নের উত্তরে তিনজনের নাম নিয়েছেন নজফগড়ের নবাব। তিনি জানিয়েছেন যে তিনি মনে করেন বিরাট কোহলি রোহিত শর্মা এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের সামনে এই কীর্তি গড়ে দেখানোর বড় সুযোগ থাকবে।

sehwag pc

যে ইভেন্টে সেওবাগ এই মন্তব্য করেছিলেন সেই জমকালো বিশ্বকাপের উদ্বোধনী ইভেন্টে উপস্থিত ছিলেন শ্রীলংকার কিংবদন্ত স্পেনের মুথাইয়া মুরলিধরন। তাকেও এই একই প্রশ্ন করা হলে তিনি বিরাট কোহলির নাম নিয়েছেন বটে কিন্তু রোহিত শর্মা এবং ওয়ার্নার তার তালিকায় ছিল না। তিনি মনে করেন বিরাট কোহলির সঙ্গে এই ব্যাপারে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে পাক অধিনায়ক বাবর আজমের।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর