বাংলা হান্ট ডেস্ক: আরও একবার ইন্টারনেটে ভাইরাল বীরেন্দ্র সহবাগের টুইটার পোস্ট।সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই ভারতীয় ক্রিকেটার। এ বার তিনি টুইট করলেন গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে।রবিবার ৭৮ রানের দুরন্ত ইনিংস খেলেন ম্যাড ম্যাক্স।যা নিয়ে মজাদার একটি মিম শেয়ার করলেন বীরু। যা দেখে হাসিতে ফেটে পড়েছে নেট দুনিয়া।
গ্লেন ম্যাক্সওয়েলের বিস্ফোরক ইনিংসের পর সহবাগ টুইটারে ম্যাক্সওয়েলের প্রশংসা করে একটি টুইট করেন সেই সঙ্গে একটি মজাদার প্রতিক্রিয়াও শেয়ার করেছেন। টুইটে সহবাগ লেখেন, ‘ম্যাক্সওয়েলের ইনিংস দেখে দারুণ ভালো লেগেছে, আজ ও নিজের যোগ্যতার অনুযায়ী খেলেছে।’ এরপর ম্যাক্সওয়েলের আগের ফ্র্যাঞ্চাইজির রিঅ্যাকশনের বিষয়টি একটি ভিডিওর মাধ্যমে সহবাগ বুঝিয়েছেন। তিনি লিখেছেন, ‘ম্যাক্সওয়েলের আজকের ইনিংস চলাকালীন তার আগের আইপিএল দলের মালিকের প্রতিক্রিয়া।’ প্রসঙ্গত গত আইপিএলে ম্যাক্সওয়েলকে কিনেছিল পঞ্জাব কিংস। কিন্তু চলতি বছর এই অজি ব্যাটসম্যানকে ছেড়ে দেয় প্রীতি জিন্টার দল। সহবাগের টুইট দেখে এটা পরিস্কার বোঝা কাদের উদ্দেশ্যে টুইটটি করেছেন তিনি।
Good to see Maxwell finally play to his potential in this IPL.
Meanwhile Maxwell to his previous team owners.#RCBvKKR pic.twitter.com/StBnPIZrMg
— Virender Sehwag (@virendersehwag) April 18, 2021
https://platform.twitter.com/widgets.js
রবিবার কলকাতার কোনও বোলারকেই মনে হয়নি ম্যাক্সওয়েলকে থামাতে পারেন। শাকিব, কামিন্স, প্রসিধ— অনেককে দিয়েই চেষ্টা করেছিলেন মরগান। কিন্তু ম্যাক্সওয়েল যেদিন ফর্মে থাকেন সেদিন লাইন-লেংথ কিছুই খাটে না। আর সঙ্গে এবি ডিভিলিয়ার্স থাকলে তো কথাই নেই। এই দু’জনই দুঃস্বপ্ন হয়ে গেলেন কেকেআরের কাছে। কোহলির ব্যর্থতার দিনে তাঁর দলের অন্যতম দুই সতীর্থ দায়িত্ব তুলে নিলেন।ম্যাক্সওয়েল ফেরার পরেও থামতে দেখা যায়নি ডিভিলিয়ার্সকে। এই দুজনই ম্যাচ বের করে নিয়ে যান কেকেআরের হাত থেকে।