আদিপুরুষের শ্রীরামকে দেখে হতভম্ব সেওবাগ! বিতর্কিত মন্তব্য করে ধুঁয়ে দিলেন নির্মাতাদের  

   

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ রামায়ণের গল্প থেকে অনুপ্রাণিত, চিত্র পরিচালক ওম রাউতের (Om Raut) নির্মিত “আদিপুরুষ” (Adipurush) চলচ্চিত্র মুক্তি পাওয়ার পর কেটে গিয়েছে দশটা দিন। গতবছর ছবিটির টিজার প্রকাশ্যে আসার পর দর্শকদের মধ্যে গেল গেল রব উঠেছিল। সেই নেতিবাচক বক্তব্যগুলি দেখে আদিপুরুষের টিম সিনেমাটির মুক্তি কিছুটা বিলম্বিত করে। আন্দাজ করা যাচ্ছিল যে জানুয়ারির বদলে জুন মাসে রিলিজের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছবিটির ভিএফএক্সে কিছু পরিবর্তন করে দর্শকদের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য।

কিন্তু আদতে যখন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তখন নির্মাতাদের চূড়ান্ত সমালোচনার মুখোমুখি হতে হয়। ৫০০ কোটি টাকা খরচ করার পরেও অতি নিম্নমানের ভিএফএক্সের ব্যবহার যদিও দর্শকরা মেনে নিতে পারতেন, কিন্তু শ্রী রাম, হনুমান, ইন্দ্রজিৎ-এর মতো চরিত্রগুলির মুখে সিনেমায় ব্যবহৃত ডায়লগ চূড়ান্তভাবে হতাশ করেছে রামায়ণপ্রেমীদের। সোশ্যাল মিডিয়ায় সমালোচনা এবং ট্রোলিংয়ের বন্যায় বিধ্বস্ত আদিপুরুষ। এবার এই তালিকায় নাম লেখালেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র সেওবাগ (Virender Sehwag)।

অতি সম্প্রতি প্রেক্ষাগৃহে গিয়ে প্রাক্তন ভারতীয় ওপেনার এই সিনেমাটি দেখেছেন বলে আন্দাজ করা গিয়েছে তার সাম্প্রতিক একটি টুইটে। সেওবাগ বরাবরই ঠোঁটকাটা প্রজাতির মানুষ। তার মনে যা থাকে সেটা তিনি সরাসরি মুখে বলতে কোনদিনও ভয় পাননি। আদিপুরুষ দেখে তার মনে যা এসেছে সেটাই সরাসরি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তুলে ধরেছেন তিনি।

খুব সম্ভবত শ্রীরামের (এই চলচ্চিত্রে রাঘব নামটিই বেশি ব্যবহৃত) ভূমিকায় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির নায়ক প্রভাসের অভিনয়ে মন থেকে মেনে নিতে পারেননি সেওবাগ। তাই তিনি প্রভাসের সুপারহিট সিনেমা বাহুবলীর প্রসঙ্গ টেনে এনে বলেছেন, “আদিপুরুষ দেখে বুঝতে পারছি কাটাপ্পা কেন বাহুবলীকে খুন করেছিল!”

সেওবাগ অবশ্য একা নন, রাঘবের ভূমিকায় প্রভাসের নির্বাচন নিয়ে এর আগে অনেক সিনে বিশেষজ্ঞরাও আপত্তি প্রকাশ করেছিল। আদিপুরুষের নির্মাতারা ছবির মার্কেটিংয়ের জন্য চেষ্টায় কোনও ত্রুটি রাখেননি। ‘হনুমান সিট’-এর উদ্যোগ থেকে শুরু করে কোন কোন প্রেক্ষাগৃহে জ্যান্ত হনুমান ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা, একাধিক পেইড রিভিউর ব্যবস্থা করেও সমালোচকদের চূড়ান্ত সমালোচনার হাত থেকে সিনেমাটিকে মুক্তি দিতে পারছে না তারা।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর