সরাসরি গৌতম গম্ভীরকে আক্রমণ সেওবাগের! প্রাক্তন ওপেনিং পার্টনারকে নিয়ে দিলেন বিস্ফোরক বয়ান

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ G-20 বা গ্রূপ অফ টোয়েন্টি-র অধিবেশনের জন্য প্রস্তুত করা নৈশভোজের আমন্ত্রণ পত্র নিয়ে এখন তুমুল জল্পনা চলছে গোটা দেশের রাজনৈতিক মহল জুড়ে। ওই আমন্ত্রণ পত্রে দ্রৌপদী মুর্মূর পরিচয়ের জায়গায় ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার’ বদলে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ লেখা হওয়া দেখে জোড় বিতর্ক তৈরি করেছে কংগ্রেস। ২০২২ সালেই গুজরাতের এমপি, বিজেপি নেতা মিতেশ প্যাটেল লোকসভাতেও ইন্ডিয়ার নাম বদলে ‘‘ভারত’’ বা ‘‘ভারতবর্ষ’’ করার প্রস্তাব তুলেছিলেন৷

তবে এরই মধ্যে প্রাক্তন ভারতীয় ক্রিকেটের বীরেন্দ্র সেওবাগ মিতেশ প্যাটেলের দাবিকে সমর্থন জানালেন। তিনি জানিয়েছেন যে শুধুমাত্র নাম পরিবর্তন নয়, ব্যাপারটিকে আরও জোরদার করে তুলতে আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলের ইন্ডিয়া লেখা জার্সির বদলে ভারত লেখা জার্সি পড়ে মাঠে নামা উচিত প্রতিপক্ষের বিরুদ্ধে।

বিসিসিআই সচিব জয় শাহর কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেছেন, “আমি সব সময় মনে করি দেশের নাম এমন হওয়া উচিত যাতে তা আমাদের মধ্যে অহং বোধ জাগ্রত করে। আমরা প্রত্যেকে ভারতীয়। ইন্ডিয়া নাম কি ব্রিটিশদের দেওয়া ছিল এবং বহুদিন আগেই এই নাম পরিবর্তন হয়ে ভারত নামটাই শুধুমাত্র রাখা উচিত ছিল এই দেশের। আমি জয় শাহর কাছে অনুরোধ করছি যাতে ভারতীয় দল আসন্ন বিশ্বকাপে বুকে ইন্ডিয়া লেখা জার্সির বদলে ভারত লেখা জার্সি পড়ে মাঠে নামে।”

আরও পড়ুন: কোহলি না, কাশ্মীর নিয়ে ভারতকে কটু কথা বলা পাকিস্তান ভক্তদের মধ্যমা দেখিয়েছি! মন্তব্য গম্ভীরের

তার এই মন্তব্য শুনে এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় তাকে উদ্দেশ্য করে লিখেছে যে অনেক আগেই তার একজন এমপি হওয়া উচিত ছিল অন্তত নিজের সতীর্থ এবং একসময়ের ওপেনিং পার্টনার গৌতম গম্ভীরের আগে তো বটেই। এই মন্তব্যের পাল্টা হিসেবে বীরেন্দ্র সেও বা গৌতম গম্ভীর কি আক্রমণ করেছেন। পরোক্ষভাবে তিনি বলেছেন যে তিনি এমন একজন রাজনীতিবিদ হতে চান না যিনি রাজনীতির পেশাটিকে একটা পার্টটাইম কাজ হিসেবে দেখেন।

আরও পড়ুন: INDIA নাম বদলে জার্সিতে ভারত লিখে বিশ্বকাপে নামুক রোহিতরা, জয় শাহ-র কাছে অনুরোধ সেওবাগের!

সে অবাক জানিয়েছেন যে তার কাছে দুই তরফ থেকেই রাজনীতিতে এসে আসন্ন নির্বাচনে দাঁড়ানোর অপশন ছিল। কিন্তু তিনি ক্রিকেট সংক্রান্ত বিষয়ে বিশেষ করে ধারাভাষ্যের কাজে ব্যস্ত থাকতে ভালোবাসেন। তিনি মনে করেন বেশিরভাগ ক্রিকেটারই ক্ষমতার লোভে রাজনীতিতে যোগদান করেন। কিন্তু তিনি সেই দলে হাঁটতে চান না।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর