‘INDIA নাম বদলে জার্সিতে ভারত লিখে বিশ্বকাপে নামুক রোহিতরা’, জয় শাহ-র কাছে অনুরোধ সেওবাগের!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ G-20 বা গ্রূপ অফ টোয়েন্টি-র অধিবেশনের জন্য প্রস্তুত করা নৈশভোজের আমন্ত্রণ পত্র নিয়ে এখন তুমুল জল্পনা চলছে গোটা দেশের রাজনৈতিক মহল জুড়ে। ওই আমন্ত্রণ পত্রে দ্রৌপদী মুর্মূর পরিচয়ের জায়গায় ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার’ বদলে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ লেখা হওয়া দেখে জোড় বিতর্ক তৈরি করেছে কংগ্রেস। ২০২২ সালেই গুজরাতের এমপি, বিজেপি নেতা মিতেশ প্যাটেল লোকসভাতেও ইন্ডিয়ার নাম বদলে ‘‘ভারত’’ বা ‘‘ভারতবর্ষ’’ করার প্রস্তাব তুলেছিলেন৷

ওই বিজেপি নেতা দাবি করেছিলেন যে ‘INDIA’ নামটি এই দেশকে দিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তার মতে এই নামটি ভারতের ২০০ বছরের পরাধীনতার ইতিহাস মনে করায় সব সময়। তাই এই বিষয়টির পরিবর্তন হওয়া প্রয়োজন। তবে রাষ্ট্রপতির এই নৈশভোজের আমন্ত্রণ পত্র নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। আবার এই নিয়ে ভবিষ্যতে বিজেপি বিরোধী নতুন যে ‘INDIA’ নামক জোট গঠন হয়েছে, সেই বিজেপি বিরোধী জোটের বৈঠকে এই নিয়ে আলোচনা চলতে পারে।

তবে এরই মধ্যে প্রাক্তন ভারতীয় ক্রিকেটের বীরেন্দ্র সেওবাগ মিতেশ প্যাটেলের দাবিকে সমর্থন জানালেন। তিনি জানিয়েছেন যে শুধুমাত্র নাম পরিবর্তন নয়, ব্যাপারটিকে আরও জোরদার করে তুলতে আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলের ইন্ডিয়া লেখা জার্সির বদলে ভারত লেখা জার্সি পড়ে মাঠে নামা উচিত প্রতিপক্ষের বিরুদ্ধে।

sehwag team india

আরও পড়ুন: BCCI-এর আজব সিদ্ধান্ত! কোনও ফিনিশার ছাড়াই বিশ্বকাপ খেলতে নামছে রোহিতের ভারত

বিসিসিআই সচিব জয় শাহর কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেছেন, “আমি সব সময় মনে করি দেশের নাম এমন হওয়া উচিত যাতে তা আমাদের মধ্যে অহং বোধ জাগ্রত করে। আমরা প্রত্যেকে ভারতীয়। ইন্ডিয়া নাম কি ব্রিটিশদের দেওয়া ছিল এবং বহুদিন আগেই এই নাম পরিবর্তন হয়ে ভারত নামটাই শুধুমাত্র রাখা উচিত ছিল এই দেশের। আমি জয় শাহর কাছে অনুরোধ করছি যাতে ভারতীয় দল আসন্ন বিশ্বকাপে বুকে ইন্ডিয়া লেখা জার্সির বদলে ভারত লেখা জার্সি পড়ে মাঠে নামে।”

আরও পড়ুন: ঘোষিত হল ভারতের বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াড, চূড়ান্ত অযোগ্য ২ তারকাকেও সুযোগ দিল BCCI!

ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড আসন্ন বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করেছে। ১৫ জনের এই স্কোয়াডে তেমন কোনও বড় চমক নেই। কিন্তু এমন কিছু ক্রিকেটার রয়েছেন যারা ওডিআই ফরম্যাটে সাফল্য না পাওয়া সত্ত্বেও এই দলে জায়গা পেয়েছেন। তাদেরকে নিয়ে আপত্তি রয়েছে অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমীর।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর