বারবার বেইজ্জত হওয়ার উপায় খোঁজে ইমরান খান, পাক প্রধানমন্ত্রীকে কটাক্ষ বীরেন্দ্র সহবাগের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুনিয়া জুড়ে ঘুরে ঘুরে জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে কান্নাকাটি করেই চলেছে। পাকিস্তান এরপরেও কারোর সমর্থন জোটাতে পারছেনা। আর সমর্থন জোটাতে গিয়ে অনেকবার বেইজ্জতও হয়েছে পাকিস্তান। আর পাকিস্তানে বসে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারেরা ভারতের বিরুদ্ধে উল্টোপাল্টা মন্তব্য করেই চলেছে। এবার ভারতীয় ক্রিকেটারেরা কেন পিছনে থাকবে? এবার এই ক্রমেই বীরেন্দ্র সহবাগ পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বড় বয়ান দিলেন।

ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ বৃহস্পতিবার ইমরান খানের একটি সাক্ষাৎকার ট্যুইট করেন। ওই সাক্ষাৎকারে ইমরান খান এমন কিছু বলেছেন, যেটার জন্য উনি হাসির পাত্র হয়ে গেছিলেন। অ্যাঙ্কার এও বলেছেন যে, আপনি ভুলভাল মন্তব্য করছেন। বীরেন্দ্র সহবাগ ওই ভিডিও পোস্ট করে লেখেন, ‘অ্যাঙ্কার বলেন, আপনি তো ব্রোঙ্কস এর ওয়েল্ডারের মতো কথা বলছেন। সংযুক্ত রাষ্ট্রে একটি নিরাশাজনক ভাষণ দেওয়ার পর, ইমরান খান নিজেকে বেইজ্জত করার জন্য নতুন নতুন পদ্ধতি অবলম্বন করছেন।”

প্রসঙ্গত, বীরেন্দ্র সহবাগ যেই ভিডিও ট্যুইট করেন, সেখানে ইমরান খান চীন আর আমেরিকার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলছেন। ইমরান খান ভিডিওতে বলছেন, আপনি যদি চীনের পরিকাঠামো দেখেন, সেটা খুবই ভাল। কিন্তু নিউ ইউর্কের রাস্তায় গাড়ি ঝটকা খায়। আমেরিকা আফগানিস্তানে পয়সা খরচ করে ভুল করছে।

এর জবাবে অ্যাঙ্কর ইমরান খানকে বলেন, আপনি এখন পাকিস্তানি প্রধানমন্ত্রী না, ব্রোঙ্কসের ওয়েল্ডারের মতো কথা বলছেন। যারা লাগাতার নিউ ইউর্কের পরিকাঠামো নিয়ে অভিযোগ করে। ইমরান খান এর আগে সংযুক্ত রাষ্ট্রে নিজের ভাষণে ভারতের বিরুদ্ধে কথা বলেছিলেন। উনি নিজের ভাষণে পরমাণু যুদ্ধের হুমকি পর্যন্ত দিয়েছিলেন। ইমরান খান লাগাতার জম্মু কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক মঞ্চে তোলার চেষ্টা করছে, কিন্তু বারবার ভারতের সফল কূটনীতির সামনে হেরে যাচ্ছে।

 

 

X