পয়গম্বর বিতর্কের মাঝেই সরব বিশাল ডাডলানি, ভারতীয় মুসলিমদের উদ্দেশে দিলেন বিষ্ফোরক বার্তা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পয়গম্বর হজরত মহম্মদ বিতর্কে (Prophet Row) তোলপাড় চলছে গোটা দেশে। প্রাক্তন বিজেপি নেত্রী নুপূর শর্মার (Nupur Sharma) বিতর্কিত মন্তব‍্যে ক্ষোভের আঁচ আসছে বাইরের দেশ থেকেও। এর মাঝেই সোশ‍্যাল মিডিয়ায় এক বিশেষ বার্ত দিলেন সঙ্গীতশিল্পী বিশাল ডাডলানি (Vishal Dadlani)। তাঁর টুইট এখন রীতিমতো ভাইরাল নেটপাড়ায়।

ভারতীয় মুসলিমদের উদ্দেশে এক বিশেষ বার্তা দিয়েছেন বিশাল। তিনি লিখেছেন, ‘অধিকাংশ ভারতীয় হিন্দুদের তরফ থেকে আমি ভারতীয় মুসলিমদের বলতে চাই, তোমাদের কথা শোনা হচ্ছে, দেখা হচ্ছে। আমরা তোমাদের ভালবাসি, সম্মান করি। তোমাদের কষ্ট মানে আমাদের কষ্ট। তোমাদের দেশপ্রেমে কোনো প্রশ্নের অবকাশ নেই। তোমাদের পরিচয় ভারতের কাছে বা অন‍্য কোনো ধর্মের কাছে ভয়ের ব‍্যাপার নয়। আমরা একটা দেশ, একটাই পরিবার।’


অপর একটি টুইটে বিশাল লিখেছেন, ‘সমস্ত ভারতীয়দের উদ্দেশে আমি বলতে চাই, ভারতীয় রাজনীতির নোংরা দিকের জন‍্য আমি সত‍্যিই ক্ষমাপ্রার্থী। এরা আনন্দের সঙ্গে আমাদের ছোট ছোট দলে ভাগ করে দিতে থাকে, যতক্ষণ না আমরা একা হয়ে যাই। ব‍্যক্তিগত স্বার্থের জন‍্য ওরা এটা করে, মানুষের জন‍্য নয়। ওদের জিততে দেবেন না’।

চাঁচাছোলা বক্তব‍্যের জন‍্য প্রশংসা এবং সমালোচনা দুই পেয়েছেন বিশাল ডাডলনি। কমেন্ট করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। সঙ্গীতশিল্পীর প্রশংসা করে তিনি লিখেছেন, ‘সংখ‍্যাগরিষ্ঠ নিশ্চুপ মানুষদের হয়ে মুখ খোলার জন‍্য শাবাস!’

প্রসঙ্গত, একটি টেলিভিশন চ‍্যানেলে আয়োজিত তর্ক বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন নুপূর। সেখানেই উত্তেজনার বশে পয়গম্বর হজরত মহম্মদকে নিয়ে এক ‘অপমানজনক’ মন্তব‍্য করে বসেন তিনি। তাঁয সেই মন্তব‍্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে রাজনৈতিক মহলে।

এর মধ‍্যে বলিউডের কয়েকজন নুপূরের পাশে দাঁড়িয়ে সরব হয়েছেন। বিতর্ক নিয়েও মুখ খুলেছেন কয়েকজন। তবে বেশিরভাগই বিষয়টা নিয়ে কুলুপ এঁটেছেন মুখে। এর মধ‍্যে বিশাল ডাডলানির মন্তব‍্য নিঃসন্দেহে নজর কেড়েছে অনেকেরই।

X