‘বিচারক হিসেবে আমি খুব দামি’, অনু মালিককে তাঁর জায়গায় আনা নিয়ে মন্তব‍্য বিশাল ডাডলানির

বাংলাহান্ট ডেস্ক: ইন্ডিয়ান আইডল ১২ শেষ হয়ে মাস দুয়েক হয়ে গিয়েছে, এখনো শো নিয়ে চর্চা বন্ধ হয়নি। মাঝে বিতর্কে একটু রাশ টানা গেলেও সম্প্রতি সুরকার, গায়ক বিশাল ডাডলানির (vishal dadlani) মন্তব‍্যে ফের লাইমলাইটে উঠে এসেছে এই মিউজিক রিয়েলিটি শো। দীর্ঘদিন ধরে শোয়ের অংশ থাকার পর আচমকাই ছেড়ে চলে যাওয়ার কারণ এতদিন পর জানালেন বিশাল।

করোনার বাড়বাড়ন্তের পর জুন মাসে একটু বিরতি নিয়েছিলেন বিশাল। কিন্তু সেই বিরতির পর শোয়ে ফেরেননি তিনি। তারপর সুরকার অনু মালিক বিচারকের আসনে বসেন তাঁর জায়গায়। এতদিন পর তার না ফেরার কারণ জানালেন বিশাল। নিজেকে ‘দামি’ বিচারক বলে দাবি করলেন তিনি।

3a83943eb39a5043a50fe05a74cece73

সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে বিশাল জানান, মুম্বইয়ে বিধিনিষেধ আরোপ হওয়ায় কয়েক মাসের বিরতি নিয়ে লোনাভলায় নিজের বাবা মায়ের কাছে সময় কাটাতে যান তিনি। যখন শোয়ের শুটিং সেট মুম্বই থেকে দমনে সরিয়ে নেওয়া হয় তখনি বেরিয়ে যান বিশাল। তিনি না থাকায় অন‍্য কাউকে নিতেই হত বিচারকের আসনে।

বিশাল বলেন, “আমাকে আবার শোতে ফিরিয়ে আনা অর্থনৈতিক দিক থেকে সম্ভবও ছিল না আর কোনো মানেও ছিল না। বিচারক হিসেবে আমি যথেষ্ট দামি, তাই আমাকে ফিরিয়ে আনা সম্ভব ছিল না।” শোয়ের ফিনালের সময় শুটিং সেট ফের মুম্বইতে ফেরত এলে দর্শকদের মাঝে বসে উৎসাহ দিতে দেখা গিয়েছিল বিশাল ডাডলানিকে।

সিজন ১০ থেকে ১২ পর্যন্ত ইন্ডিয়ান আইডলের বিচারকের আসনে থেকেছেন বিশাল। এবার তাঁকে দেখা যাবে সা রে গা মা পা এর বিচারক হিসেবে। তবে বিশালের কথায়, “আমি শোতে বিচারক হই বা ন হই, আমাকেই যেখানেই রাখবে আমি খুশি থাকার উপায় খুঁজে নেব। সঙ্গীত আমাদের জগতের কেন্দ্র। কোনো শো থেকে ব‍্যক্তিগত কারণে আমি বেরিয়ে যাই বা অন‍্য শোতে বিচারক হয়ে যাই মূল লক্ষ‍্যটা কিন্তু সবসময় থাকবে তরুণ সঙ্গীতশিল্পীদের প্রোমোট করা এবং তাদের একটা মঞ্চ দেওয়া।”

Niranjana Nag

সম্পর্কিত খবর