বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে ভারতের জনসংখ্যা হু হু করে বৃদ্ধি পেলেও এই মুহুর্তে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গিয়েছে। শোনা যাচ্ছে, হিন্দুদের জন্মহার কমে যাচ্ছে। আর এই বিষয়ে বিরাট দাবি বিশ্ব হিন্দু পরিষদের (Vishva Hindu Parishad)। বলা যায় হিন্দুদের জন্মহার নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক বজরংলাল বাংরা উদ্বেগ প্রকাশ করলেন।
হিন্দুদের জন্মসংখ্যা কমছে দাবি বিশ্ব হিন্দু পরিষদের (Vishva Hindu Parishad):
উত্তরপ্রদেশে আয়োজিত বিরাট সন্ত সম্মেলনে উপস্থিত হয়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদের (Vishva Hindu Parishad) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজরংলাল বাংরা। এদিন বজরংলালকে বলতে শোনা গিয়েছে, ”হিন্দুদের জন্মহার কমে যাওয়ার ফলে দেশের হিন্দু জনসংখ্যা কমছে। আমাদের শ্রদ্ধেয় সাধুরা হিন্দু সমাজের কাছে আবেদন করেছে, প্রতিটি হিন্দু পরিবারে অন্তত তিনটি সন্তান থাকতে হবে।” এমনটাই বলেই তিনি। বলা যায়, এদিন হিন্দুদের জন্মসংখ্যা বৃদ্ধির পথও দেখিয়েছেন তিনি।
তবে তিনি শুধু এইটকুই বলেননি, বাংলাদেশের হুমকি নিয়েও মুখ খুলেছেন। বিশ্ব হিন্দু পরিষদের (Vishva Hindu Parishad) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজরংলাল বাংরা বলেন “ভারতে অনেকেই হিন্দুদের আক্রমণ করে হুমকি দিচ্ছে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করা হবে বলে। দেশের হিন্দুদের এই নিয়ে গভীর ভাবে ভাবতে হবে। ওয়াকফ বোর্ডের স্বৈরাচারী এবং সীমাহীন অধিকার সীমিত করার জন্য কেন্দ্রীয় সরকার একটি সংস্কারমূলক আইন আনছে।”
আরও পড়ুন: চিকিৎসকদের মাথায় বাজ! এবার বড় নির্দেশ দিয়ে দিল স্বাস্থ্যদপ্তর
জানা যায়, গত ১৩ জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ। আর সেই উপলক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি এদিন বলেন “মহাকুম্ভতে দেশের সনাতন ধর্মের প্রতিচ্ছবি দেখা গিয়েছে। গোটা বিশ্ব তা দেখেছে। সনাতন ধর্মের রক্ষা করার ক্ষেত্রে বিশ্ব হিন্দু পরিষদের (Vishva Hindu Parishad) অবদান অতুলনীয়। এই সন্ত সম্মেলনে সেই অবদানই ধরা পড়েছে।”
আরও পড়ুন: সর্বনাশ! শীতকালেই বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি, কেন জানেন?
তবে এদিন শুধু বিশ্ব হিন্দু পরিষদের(Vishva Hindu Parishad) কথাই নয় একইসাথে রামলালার প্রসঙ্গেও বিশেষ মন্তব্য করেন। যোগী আদিত্যনাথ জানান, “আমাদের স্মরণ করতে হবে অশোক সিঙ্ঘলকে, যিনি আজ আর আমাদের মধ্যে নেই। কিন্তু তাঁর আত্মা নিশ্চয়ই সব দেখতে পাচ্ছেন। ৫০০ বছর ধরে সনাতন ধর্ম যার প্রতীক্ষা করেছে সেই রামলালাকে তাঁর জন্মস্থানে অধিষ্ঠিত করা সম্ভব হয়েছে।”