রামনবমীর জন্য হঠাৎ হাইকোর্টের দ্বারস্থ বিশ্ব হিন্দু পরিষদ! ক্ষোভ পুলিশের বিরুদ্ধে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রামনবমী (Ram Navami) নিয়ে তোরজোড় শুরু হয়ে গিয়েছে। আগামী ৬ এপ্রিল রাজ্যের নানান প্রান্তে রামনবমীর মিছিল বেরোবে। এবার এই শোভাযাত্রা করতে চেয়েই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল বিশ্ব হিন্দু পরিষদ তথা ভিএইচপি (VHP)।

পুলিশি অনুমতি না মেলায় হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ ভিএইচপি!

জানা যাচ্ছে, আগামী ৬ এপ্রিল, রামনবমীর দিন বাঁকুড়ার শালতোড়ায় শোভাযাত্রা করতে চায় বিশ্ব হিন্দু পরিষদ। এই নিয়ে তারা পুলিশের দ্বারস্থও হয়েছিল। তবে অনুমতি মেলেনি। রামনবমীর দিন শালতোড়ায় আরও মিছিল রয়েছে জানিয়ে ভিএইচপিকে শোভাযাত্রার অনুমতি দেয়নি পুলিশ। সেই কারণে এবার সোজা হাইকোর্টের দ্বারস্থ হল তারা।

রামনবমীর দিন বাঁকুড়ার শালতোড়ায় শোভাযাত্রা করতে চেয়ে উচ্চ আদালতে গিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি মিলেছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh) এই অনুমতি দিয়েছেন। আগামীকাল হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ নববর্ষের উপহার! এবার থেকে পেনশনে মিলবে ‘এই’ বড় সুবিধা! কারা পাবেন জানুন

এদিকে রামনবমীর দিন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই আজ (২ এপ্রিল) থেকে আগামী ৯ এপ্রিল অবধি রাজ্যের সকল পুলিশকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনও অবনতি না ঘটে, সেই কারণে এই সিদ্ধান্ত। সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে। অতিরিক্ত ডিজিপি (প্রশাসন ও আইনশৃঙ্খলা) এই নির্দেশিকা জারি করেছেন।

Calcutta High Court

এই আবহে বাঁকুড়ার শালতোড়ায় রামনবমীর শোভাযাত্রা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। বিচারপতি ঘোষ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামীকাল শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার হাইকোর্টের তরফ থেকে এই মামলায় কী নির্দেশ দেওয়া হয়ে সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X