প্রত্যেক বছর সেম ডেট! কেন পাল্টায় না বিশ্বকর্মা পুজোর দিন? নেপথ্যে আছে এক ‘বিশেষ’ কাহিনী

বাংলাহান্ট ডেস্ক : কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। প্রায় প্রতি মাসেই লেগে থাকে কোনও না কোনও উৎসব। এগুলির মধ্যে অন্যতম বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja) মানেই মা দুর্গার আবির্ভাবের প্রহর গোনা শুরু। ভগবান বিশ্বকর্মাকে উদ্দেশ্য করেই অনুষ্ঠিত হয়ে থাকে এই পুজো।

বিশ্বকর্মা পুজোর (Vishwakarma Puja) দিন

ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৭ই সেপ্টেম্বর, মঙ্গলবার পড়েছে বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja)। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটি ৩১ ভাদ্র। বিশুদ্ধ সিদ্ধান্তের উপর ভিত্তি করে গণনা করা হয় পুজোর দিন। পূর্ব ভারতের বেশ কিছু রাজ্য যেমন ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ডে বিশ্বকর্মা পুজো হয়ে থাকে বিশ্বকর্মা দিবসের দিন।

আরোও পড়ুন : ধামাকাদার খবর! এবার এই রুটগুলিতে ছুটবে ৯ জোড়া স্পেশাল! পুজোর আবহে নয়া চমক রেলের

ভাদ্র সংক্রান্তি অর্থাত্‍ ভাদ্র মাসের শেষ তারিখ আয়োজিত হয় বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja)। তবে বাংলা পঞ্জিকা মতে যে দিনটি বিশ্বকর্মা পুজোর জন্য নির্ধারিত হয় সেটি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ১৭ সেপ্টেম্বরই পড়ে। পন্ডিতরা জ্যোতিষ শাস্ত্র মতে সূর্যের গতি প্রকৃতির উপর ভিত্তি করে নির্ধারণ করে থাকেন বিশ্বকর্মা পুজোর দিন।

আরোও পড়ুন : বেতন ৩৫ হাজার! কাজ মিলেছিল টাটা কারখানায়! কিন্তু তারপর….আক্ষেপের সুর মণিমোহনের গলায়

সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে তখন আসে উত্তরায়ণের সময়। সৌর বর্ষপঞ্জি এবং ভাদ্র মাসের শেষ দিন কন্যা সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয়। এই ভাদ্র সংক্রান্তির আগে বাংলা ক্যালেন্ডারে যে পাঁচ মাসের উল্লেখ রয়েছে সেটি মোট ১৫৬ দিন নিয়ে সৃষ্ট। তাই বিশ্বকর্মা পুজোর বাংলা তারিখ প্রত্যেকবার ১৭ ই সেপ্টেম্বরেই পড়ে।

know about Vishwakarma puja

তবে বাংলা পঞ্জিকায় গত পাঁচ মাসের মধ্যে যদি কোনও মাস ২৯ বা ৩২ দিনে হয়ে থাকে তাহলে কিছুটা এদিক-ওদিক হয় বিশ্বকর্মা পুজোর (Vishwakarma Puja) তারিখ। এই ঘটনা ঘটেছিল গত বছর। তবে সাধারণত প্রতিবছর ইংরেজির ১৭ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা পুজো।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর