এক্কেবারে কম খরচায় ঘুরে আসুন কলকাতার এই ৫ জায়গা, না ঘুরলে চরম মিস

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক : দেশের অন্যতম প্রাচীন শহরগুলির মধ্যে অন্যতম কলকাতা (Kolkata)। ব্রিটিশ ভারতের রাজধানী ছিল আমাদের সবার প্রিয় এই সিটি অফ জয়। ব্রিটিশ আমলে গোড়াপত্তন শুরু হয় কলকাতা শহরের। এরপর হুগলি নদী দিয়ে বয়ে গেছে অনেক জল। এই শহর সাক্ষী থেকেছে ব্রিটিশ ভারতে বিনয়-বাদল-দিনেশের অলিন্দ যুদ্ধ থেকে শুরু করে দেশের প্রথম মেট্রোর।

ঐতিহ্যবাহী এই শহরে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান (Tourist Spot)। এই জায়গাগুলির গল্প বলতে বসলে সকাল পেরিয়ে রাত হয়ে যাবে। কিন্তু আজকের এই প্রতিবেদনে আমরা এমন পাঁচটি কলকাতার দর্শনীয় স্থান সম্পর্কে আলোচনা করব যা আপনার অবশ্যই একবার করে হলেও উচিত। গেলেই বুঝবেন কেমন উচ্ছ্বসিত হয়ে পড়বেন আপনিও।

Kolkata, the safest city in the country, has seen a drop in crime

১. ভিক্টোরিয়া মেমোরিয়াল : কলকাতার নাম বললেই আমাদের চোখের সামনে যে জিনিসটা প্রথম ভেসে ওঠে সেটি হল সাদা মার্বেল পাথরে তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়াল। কলকাতা শহরে অন্যতম পরিচয় এই ভিক্টোরিয়া। ময়দানের খুব কাছেই রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে তৈরি এই স্থাপত্যটি অবশ্যই একবার দেখে আসুন।

২. দক্ষিণেশ্বর মন্দির : কলকাতার খুব কাছেই হুগলি নদীর তীরে অবস্থিত দক্ষিণেশ্বর মন্দির। দক্ষিণা কালীর এই মন্দির প্রতিষ্ঠা করেন রানী রাসমণি। একটা সময় এই মন্দিরের প্রধান পূজারী ছিলেন রামকৃষ্ণ পরমহংস। কলকাতা তথা বাংলার অন্যতম ল্যান্ডমার্ক স্থাপত্য এটি।

৩. রবীন্দ্র সরোবর : সকালবেলা মর্নিং ওয়াক হোক কিংবা বন্ধুদের সাথে বিকালের আড্ডা, ফুরফুরে হাওয়ায় কিছুটা সময় লেকের ধারে কাটানোর জন্য আদর্শ স্থান রবীন্দ্র সরোবর।

৪. প্রিন্সেপ ঘাট : দ্বিতীয় হুগলি সেতুর নিচে প্রিন্সেপ ঘাট অন্যতম একটি পরিচিত জায়গা। কলকাতার মধ্যে কয়েক ঘন্টা ঘুরে বেড়ানোর জন্য গঙ্গার ধারের প্রিন্সেপ ঘাট আপনার অন্যতম সেরা ডেস্টিনেশন হতে পারে।

৫. হাওড়া ব্রিজ : কলকাতার কথা হচ্ছে আর হাওড়া ব্রিজের নাম আসবে না সেটা তো হতে পারে না! পৃথিবীর বিখ্যাত সেতুগুলির মধ্যে অন্যতম আমাদের এই হাওড়া ব্রিজ। ১৯৪২ সালে হাওড়া ব্রিজের উদ্বোধন হয়। কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগ স্থাপনকারী প্রধান সেতু এটি। আইকনিক ডিজাইনের হাওড়া সেতু অবশ্যই আপনার একবার চাক্ষুষ করা উচিত।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X