অনন্ত জলরাশি, সঙ্গে ঝিনুকের মেলা! অল্প খরচে পা রাখুন এই সৈকতে, সমুদ্রের প্রেমে পড়ে যাবেন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : হামেশাই তো আমরা পুরী বা দিঘা ঘুরতে যাই। আর পুরীতে বা দিঘাতে ঘুরতে গিয়ে সমুদ্রে নামবেন না তা আবার কখনো হয় নাকি? কিন্তু, আসল কথা হল বারবার পুরী, দিঘার সমুদ্র দেখে বোর হয়ে যাচ্ছেন না তো? তাহলে চলুন আপনাদের আরো একটি সুন্দর বিচ এর সন্ধান দিই। এই সৈকতে অবশ্য ভিড় কম, তাই সহজেই নির্জন সমুদ্রের ধারে একান্তে সময় কাটাতে পারেন ।

আজ আপনাদের এই দুর্দান্ত জায়গাটির সম্পর্কে জানাবো যা এর আগে কোনোদিন হয়তো আপনারা দেখেননি। আর সেই জায়গাটাই হল ওড়িশার বালিঘাই (Balighai) সী বীচ। সমুদ্রতটে গিয়ে যদি ঝিনুক খোঁজার ইচ্ছে থাকে, তবে বালিঘাই সাগরতটের চেয়ে ভাল জায়গা খুঁজে পাওয়া মুশকিল। ইতিউতি ছড়িয়ে থাকা অজস্র ঝিনুক কুড়িয়ে সুন্দর সময় কাটবে এখানে। তাহলে আর চিন্তা কিসের পুরীতে বেড়াতে গেলে ঘুরেই আসুন এই সুন্দর নির্জন বিচ থেকে।

ভাবছেন কিভাবে যাবেন? পুরী থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে অবস্থিত বালিঘাই। তাই খুব সহজেই হাওড়া থেকে পুরী স্পেশাল যে কোনো ট্রেনে উঠে নেমে পরুন পুরী স্টেশনে। বাঙালির চিরচেনা তীর্থস্থান বা ঘোরার জায়গা যাই বলুন পুরীর মতন ভিড় ও হই-হট্টগোল কিছুই নেই সেখানে। সেখান থেকে ছোট গাড়ি ভাড়া করে চলে যাবেন বালিঘাই।

baaligji beech odiasha

সেখানে গিয়ে দেখতে পাবেন বালির লম্বা এক রাস্তা সেটাই সরাসরি চলে গেছে বিচের দিকে। জনবসতি সেখানে এখনো তেমন ভাবে গড়ে ওঠেনি যার ফলে এখনও কোনো হোটেল ওখানে গড়ে ওঠেনি। তবে ভয় পাওয়া বা চিন্তার কোন কারণ নেই। যেহেতু পুরী থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে অবস্থিত এই বিচ তাই আপনারা পুরীর হোটেলে থেকেই খুব সহজে যাতায়াত করতে পারেন।

 

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X