বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন পর্যটনস্থলে যে মাত্রায় পর্যটকদের ভিড় বাড়ছে তাতে দু দন্ড শান্তিতে অবসরযাপন দুঃসহ ব্যাপার হয়ে উঠছে। কিন্তু এখনো এমন অনেক জায়গা আছে যেখানে ছুটির কয়েকটা দিন অনায়াসে কাটিয়ে দিতে পারেন নদীর জলে পা ডুবিয়ে। এমন অভিজ্ঞতার জন্য আপনাকে আসতে হবে ডুয়ার্স (Dooars)।
কিন্তু বর্ষায় তো ডুয়ার্সের জঙ্গল বন্ধ থাকে, তাহলে?এই কথাটা ঠিক, তবে ডুয়ার্স মানে শুধুই জঙ্গল নয়। জঙ্গলের বাইরেও এক আলাদা রূপ আছে ডুয়ার্সের। ডুয়ার্সের চালসা এমনই একটি জায়গা। চালসা অবস্থিত পাহাড়ের পাদদেশে। অচেনা দুটি পাহাড়ি নদী এসে মিলেছে এই জায়গায়। উচ্ছল গতিতে নদী দুটি বয়ে চলেছে খাতের মধ্যে দিয়ে।
একদিকে নদী, অন্যদিকে বিভিন্ন পাথর খণ্ড, সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ। নদীর একদিকে রয়েছে জঙ্গল ও অন্যদিকে চা বাগান। তার মাঝে গড়ে উঠেছে এক টুকরো উপত্যকা। সেই উপত্যকায় রয়েছে একটি রেস্তোরা। এখান থেকে অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় এই এলাকার। ডুয়ার্সের গেটওয়ে বলা হয়ে থাকে চালসাকে।
পাহাড় ও সমতল ভূমির এক অপূর্ব সংমিশ্রণ এই জায়গা। এখান থেকে অপরূপ দৃশ্য উপভোগ করা যায় জঙ্গল- নদী ও চা বাগানের। নিরিবিলি এই পরিবেশে নির্বিঘ্নে কাটিয়ে দেওয়া যায় দু-তিন দিন। ডুয়ার্সে যারা যাবেন তারা অবশ্যই একবার ঘুরে আসতে পারেন চালসা থেকে। এখানকার মনমুগ্ধকর পরিবেশ আপনার ছুটিকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে।