বাংলাহান্ট ডেস্ক : ঘুরতে যেতে আমাদের কার না ভালো লাগে। এই গরমে অনেকেই চাইছেন কিছুদিনের জন্য পাহাড় থেকে ঘুরে আসতে। কিন্তু দার্জিলিং-সিকিমের মতো বিখ্যাত পার্বত্য শহরগুলিতে মানুষের ভিড়ে পা রাখা দায়। এমন অবস্থায় অনেকেই চাইছেন অফবিট কোনও পাহাড়ি গ্রামে কিছুদিন কাটিয়ে আসতে।
বর্তমানে দার্জিলিং ও হিমালয় সংলগ্ন বেশ কিছু অফবিট পাহাড়ি গ্রাম (Hill Station) পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এই গ্রামগুলি পার্বত্য শহরগুলির তুলনায় অনেকটাই নিরিবিলি। কিছুটা সময় এই গ্রামগুলিতে কাটিয়ে আসলে চাঙ্গা হয়ে উঠবে আপনার শরীর ও মন। আজ আমরা এমনই একটি অফবিট গ্রামের সন্ধান আপনাদের দেব।
আজ আমরা কথা বলব দার্জিলিং জেলায় অবস্থিত গোর্খকে নিয়ে। গোর্খ বা গোর্খে (Gorkhey) অবস্থিত বাংলা ও সিকিমের বর্ডার এলাকায়। এই গ্রামের শুরুতেই রয়েছে একটি অপূর্ব সুন্দর নদী। গ্রামের চারদিকে ছড়িয়ে রয়েছে বিভিন্ন বাহারি ফুলের বাহার। সাথে রয়েছে ঘন পাইনের জঙ্গল। এই গ্রামের ঝর্না ধারার শব্দ শুনলে আপনার মন আনন্দে ভরে উঠবে।
এই গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ছোট্ট পাহাড়ি নদীতে বেশ কিছুক্ষণ পা ডুবিয়ে সময় কাটাতে পারেন। কনকনে ঠান্ডা সেই জলে পা ডুবিয়ে আপনি উপভোগ করতে পারবেন পাহাড়ের সৌন্দর্য। এছাড়াও গোর্খেতে রয়েছে একটি ছোট্ট ব্রিজ। এই ব্রিজটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এই গ্রামে প্রবেশ করার জন্য। এই ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে আপনারা উপভোগ করতে পারবেন গ্রামের সৌন্দর্য।
এই গ্রামের পাইন গাছের জঙ্গল আপনার মনকে দোলা দিতে বাধ্য। পাইনের জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে আপনার চোখে পড়বে পাহাড়ি ক্ষেত। এই গ্রামে দারিদ্রতার ছাপ স্পষ্ট। কিন্তু এখানকার মানুষরা সর্বদা হাসিমুখে স্বাগত জানান পর্যটকদের। এই গ্রামে থাকার জন্য কিছু হোমস্টে রয়েছে। আতিথেয়তার রীতিমতো নজরকাড়া।
জিটিএ-র দপ্তরে যোগাযোগ করে আপনারা এই হোমস্টে বুক করতে পারেন। আপনাকে এই গ্রামে পৌঁছাতে গেলে ট্রেকিং করেই যেতে হবে। এই গ্রামে পৌঁছতে গেলে কমপক্ষে ৮ কিলোমিটার হাঁটতে হবে আপনাকে। সিকিমের ঋদ্ধি থেকে আপনারা হেঁটে পৌঁছতে পারেন এই গ্রামে। এই রাস্তাগুলি বেশ চড়াই-উৎরাই। তাই বেশ সময়ের সাপেক্ষ হতে পারে এই পথে হাঁটা।