শীতের শেষেই ঘুরে আসুন এই জায়গায়, কলকাতা থেকে মাত্র ৩ ঘন্টা! গেলেই বলবেন, কী শান্তি

বাংলাহান্ট ডেস্ক: বাঙালিদের কাছে ভ্রমণ মানে দীপুদা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে এমন অনেক জায়গা, যেখানে গেলে আর ফিরে আসতে ইচ্ছেই করবে না। তার মধ্যে এক জায়গার নাম কৈখালি (Kaikhali)। কলকাতা থেকে মাত্র ৩ ঘন্টার দূরত্ব। ঘর থেকে দু-পা বেরলেই পৌঁছে যাবেন কৈখালিতে।

ঘুরে আসুন কৈখালি (Kaikhali)

অনেকেই এই মুহূর্তে দু-একদিনের জন্য ভ্রমণের সুযোগ খুঁজছেন। কিন্তু কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না। যার ফলে ঘোরার প্ল্যানও ক্যান্সেল করতে হচ্ছে। তবে এবার আর ক্যান্সেল করতে হবে না, এবার ঘুরে আসুন কৈখালি (Kaikhali)। শিয়ালদহ থেকে এক ট্রেনেই জয়নগর-মজিলপুর। এরপর সেখান থেকে অটো ধরে নিমপীঠ পার করে কৈখালি পৌঁছতে বড়ো জোর ঘন্টা দেড়েক সময় লাগবে। সবমিলিয়ে কলকাতা থেকে যেতে  হাতগুণে সময় লাগবে ৩ ঘন্টা কিংবা তার চেয়ে সামান্য বেশি। তাতেই পৌঁছে যাবেন নিজের গন্তব্যস্থলে।

আরোও পড়ুন : TRP গড়িয়ে তলানিতে, ৩ মাসেই বিরাট বদল স্টার জলসার সিরিয়ালে!

কোথায় অবস্থিত এই কৈখালি: দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের অংশই কৈখালি। শুধু কৈখালি (Kaikhali) নয়, এখানে যাওয়ার আগে ঘুরে নিতে পারবেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম। তবে বর্তমানে নিমপীঠে ব্যাপক পরিবর্তন এসেছে। একসময় যেখানে গ্রামের পরিবেশের ছোঁয়া ছিল, এখন সেখানে শহুরে ছাপ ধরা পড়ছে। তবে রামকৃষ্ণ আশ্রমে আসলে আপনার মনে এক আলাদাই শান্তি লাগবে।

Visit Kaikhali in winter

কৈখালিতে গেলে কি দেখতে পাবেন: কৈখালি যাওয়ার সময় রাস্তায় দু’পাশে দেখা যাবে সবুজে ঘেরা গাছপালা। শুনশান রাস্তা সেই সাথে গ্রাম্য, দূষণমুক্ত পরিবেশ দেখতে বেশ ভালো লাগবে। অটো  যেখানে নামাবে সেখান থেকেই আপনি চলে যাবেন আপনার আবাসস্থলে। সেখানে দেখতে পাবেন মাতলার মাতাল করা জলের উচ্ছ্বাস। নৌকা ভাড়া করে মাতলা এবং নিমানিয়া দুই নদীর বক্ষের উপর ভেসে বেড়াতে পারবেন। সূর্যাস্তের সময় আকাশের রক্তিম আভা দেখারও সৌভাগ্য হবে।

আরোও পড়ুন : নিন্দুকদের মুখে ছাই দিয়ে হইহই করে ৩ বছর! গল্প এগোতেই নতুন হিরোর “ধামাকা” এন্ট্রি জলসার মেগায়

এখন প্রশ্ন হচ্ছে কলকাতা থেকে কৈখালি যাবেন কিভাবে এবং থাকবেন কোথায়: শিয়ালদহ থেকে নামখানা লোকালে চেপে জয়নগর-মজিলপুর স্টেশন। সেখান থেকেই সরাসরি অটো ভাড়া করে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম এবং কৈখালি (Kaikhali) যাওয়া যায়। আর গাড়ি নিয়ে আসলে বারুইপুর কাছারিবাজার হয়ে কুলপি রোড দিয়ে যেতে হবে। এখানে থাকার জন্য পর্যটক আবাস রয়েছে, সেখানে আপনি অগ্রিম বুকিং করতে পারেন। নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের দ্বারা এই বুকিং করা যায়। পাশাপাশি এখানে বেসরকারি আরও বিভিন্ন হোটেলের ব্যবস্থা রয়েছে। আপনার মনের মত সমস্ত ব্যবস্থা এখানে পেয়ে যাবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর