এবার সাধ্যের মধ্যেই হোক বিদেশ ভ্রমণ! এই দেশগুলির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই

বাংলাহান্ট ডেস্ক : সারা পৃথিবী খুবই বৈচিত্র্যময়। কোথাও গভীর জঙ্গল, আবার কোথাও মন মাতানো পাহাড়ের সারি। কোন কোন দেশ আবার পাহাড়-জঙ্গল-সমুদ্র ঘেরা এক স্বর্গ। আমরা সবাই পৃথিবীর এই রূপ আস্বাদন করতে চাই। তাইতো মাঝে মাঝেই আমরা বেরিয়ে পড়ি অজানা পথের সন্ধানে। কিন্তু আমাদের অনেকের মনে ইচ্ছা থাকে বিদেশ ভ্রমণ করার।

কিন্তু বিদেশ ভ্রমণের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় তা আমাদের পক্ষে জোগান দেওয়া অনেক সময় সম্ভব হয় না। কিন্তু পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে আপনি খুব সস্তায় ঘুরতে যেতে পারেন। এছাড়াও দেশগুলির প্রাকৃতিক শোভা এতটাই মনোরম যে আপনি একবার গেলে তার প্রেমে পড়ে যাবেন। আসুন জেনে নিই এই সকল দেশগুলির সম্বন্ধে।

চিলি: দক্ষিণ আমেরিকার এই দেশটি খুবই সুন্দর। এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোরম। চিলির প্রাকৃতিক শোভার টানে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ এই দেশে ভ্রমণ করতে আসেন। আন্দিজ, টরেস ডেল পেন জাতীয় উদ্যানের মতো বহু আকর্ষণীয় জায়গা আপনার মন ভরিয়ে দিতে পারে।

কেপ ভার্দে: দশটি দ্বীপ নিয়ে আফ্রিকা মহাদেশের উত্তর-পশ্চিম উপকূলে গঠিত হয়েছে এই দেশটি। মনোরম সমুদ্র সৈকত, জাঁকজমক শহর ও সংস্কৃতির জন্য এই দেশটি বেশ পরিচিত পর্যটকদের মধ্যে।

বেলিজ: মধ্য আমেরিকায় অবস্থিত একটি ছোট্ট দেশ বেলিজ। মায়ান ধ্বংসাবশেষ ও বেলিস ব্যারিয়ার রিফ রয়েছে এই সুন্দর ছোট্ট দেশটিতে। এই দেশটিতে ঘোরার খরচ খুবই কম।

ডমিনিকা: এই দেশে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উষ্ণ জলের হ্রদ। এছাড়াও রেইনফরেস্ট, আগ্নেয়গিরি, ফুটন্ত হ্রদসহ বহু প্রাকৃতিক বৈচিত্রের সমাহার পাবেন এই দেশে।Tourist spot

কোস্টারিকা: সবুজ সমভূমি থেকে সমুদ্র সৈকত, কিংবা ভয়ংকর আগ্নেয়গিরি, সব রকম প্রাকৃতিক বৈচিত্রই দেখতে পাওয়া যায় কোস্টারিকায়। এছাড়াও এই দেশের সংস্কৃতি আপনার মন উত্তেজিত করে তুলবে। অপেক্ষাকৃত কম খরচে আপনি বিদেশ ভ্রমণের জন্য এই দেশটিকে বেছে নিতেই পারেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর