বর্ষার মরশুমে একবার হলেও ঘুরে আসুন ভারতের এই ৯ টি টুরিস্ট স্পট, জীবনেও ভুলতে পারবেন না সৌন্দর্য

বাংলা হান্ট ডেস্ক: দেশে (India) বর্ষার আগমনের সাথে সাথেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টিপাত। এই সময়টাতে বৃষ্টিস্নাত পরিবেশে চারিদিকেই যেন এক আলাদা সৌন্দর্য বিরাজ করে। এমতাবস্থায়, বর্ষার এই সময়টাতে রীতিমতো মোহনীয় হয়ে ওঠে দেশের (India) বিভিন্ন টুরিস্ট স্পটগুলি। শুধু তাই নয়, বৃষ্টির উপস্থিতিতে ওই স্থানগুলির প্রাকৃতিক সৌন্দর্য আকৃষ্ট করে পর্যটকদের। তাই, অনেকেই থাকেন যাঁরা বেড়ানোর জন্য বেছে নেন বর্ষাকালকে। নদী থেকে শুরু করে পাহাড় কিংবা জঙ্গল সর্বত্র বর্ষার প্রভাবে নবরূপে সজ্জিত হয়। তাই, আপনিও যদি এই সময়টাতে কোথাও বেড়াতে যেতে চান সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। কারণ, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে দেশের কিছু জনপ্রিয় টুরিস্ট স্পট সম্পর্কে জানাবো। যেগুলি বর্ষাকালে অবশ্যই একবার ঘুরে দেখা উচিত।

১. মেঘালয় রেনফরেস্ট: প্রথমেই আমরা জানাবো মেঘালয়ের প্রসঙ্গে। যেটি, “মেঘের আবাস” নামেও পরিচিত। পাশাপাশি, এই জায়গাটি বর্ষাকালে নৈসর্গিক রূপ ধারণ করে। মেঘালয়ের রেনফরেস্ট থেকে শুরু করে চেরাপুঞ্জি, মৌসিনরাম (বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল), বিস্তীর্ণ সবুজ অংশ, জলপ্রপাত এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশ পর্যটকদের তুমুল আকৃষ্ট করে। এর পাশাপাশি খাসি উপজাতির তৈরি লিভিং রুট ব্রিজ আপনাকে অবাক করে দেবে। এছাড়াও, গুহা এবং রেনফরেস্টের মধ্য দিয়ে আপনি এখানে হেঁটে যেতেও পারবেন।

২. গোয়া: এবারে আপনাদের কাছে জানাবো দেশের অন্যতম জনপ্রিয় টুরিস্ট স্পট গোয়া সম্পর্কে। বর্ষার মরশুমে গোয়ার রঙিন সৈকত অবশ্যই আপনাকে আকৃষ্ট করবে। বর্ষার সময়টাতে গোয়াতে খুব একটা বেশি ভিড় পরিলক্ষিত হয় না। তাই, নির্জন সৈকতে আপনি অনেকটা সময় কাটাতে পারবেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, দুধসাগর জলপ্রপাত বর্ষাকালে দুর্দান্ত সৌন্দর্য প্রদর্শন করে। যা পর্যটক এবং প্রকৃতিপ্রেমীদের অন্যতম আকর্ষণের বিষয় হয়ে ওঠে। এছাড়াও শীতল মৌসুমী পরিবেশে এখানকার মশলা বাগান এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিও আপনাকে অবাক করে দেবে।

Visit these 9 tourist spots in India at least once during the monsoon season.

৩. ভ্যালি অফ ফ্লাওয়ার্স: উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার্স ইতিমধ্যেই UNESCO-র ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিবেচিত হয়েছে। বর্ষার সময়টাতে এই স্থানটি অপরূপ হয়ে ওঠে। বুনো ফুলের বিস্তীর্ণ অংশ কার্পেটের মতো ঢেকে রাখে চারিদিক। পাশাপাশি, দূরে তুষারাবৃত শৃঙ্গগুলি এখানকার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। উদ্ভিদ এবং প্রাণীজগতের বিভিন্ন প্রজাতির পাশাপাশি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর আবহ তৈরি করে। এছাড়াও, এখানে রয়েছে ট্রেকিংয়ের ব্যবস্থা।

৪. কুর্গ: এবারে আমরা জানাবো কর্ণাটকের কুর্গের প্রসঙ্গে। এটি হল একটি হিল স্টেশন। যেটি বর্ষার মরশুমে কফি বাগান, কুয়াশাচ্ছন্ন পাহাড় এবং জলপ্রপাতের উপস্থিতিতে পর্যটকদের আকৃষ্ট করে। বছরের এই সময়টাতে অ্যাবে জলপ্রপাত এবং ইরুপ্পু জলপ্রপাতের সৌন্দর্য সব থেকে বেশি থাকে। আপনি এখানে কফি এস্টেটগুলির মধ্য দিয়েও ঘুরে বেড়াতে পারবেন।

Visit these 9 tourist spots in India at least once during the monsoon season.

৫. ল্যান্সডাউন: দেবভূমি উত্তরাখণ্ডে অবস্থিত ল্যান্সডাউন একটি মনোমুগ্ধকর হিল স্টেশন। যেটি বর্ষার মরশুমে আরও সুন্দর হয়ে ওঠে। ওক এবং পাইনের ঘন জঙ্গল দ্বারা পরিবেষ্টিত এই শান্তিপূর্ণ স্থানটি আপনাকে নগর জীবনের কোলাহল থেকে দূরে সরিয়ে রাখবে। কুয়াশাচ্ছন্ন প্রাকৃতিক পরিবেশ সহ দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে করে দেবে শান্ত। পর্বত পরিবেষ্টিত এই স্থানে বেড়াতে গেলে Tip-n-Top ভিউ পয়েন্ট এবং ভুল্লা তাল লেক দেখতে ভুলবেন না।

৬. মান্নার: পাহাড় থেকে শুরু করে চা বাগান এবং বর্ষার মরশুমে আরামদায়ক আবহাওয়া উপভোগ করতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে মান্নার। এখানকার জলপ্রপাতগুলিও বর্ষার মরশুমে হয়ে ওঠে প্রাণবন্ত। পাশাপাশি এখানেই রয়েছে বিখ্যাত আট্টুকুল এবং ছিয়াপারা জলপ্রপাত। ট্রেকিং থেকে শুরু করে কেরালার জীববৈচিত্র্যকে ভালোভাবে পর্যবেক্ষণ করার ক্ষেত্রে বর্ষার মরশুমেই আপনি এখানে আসতে পারেন।

Visit these 9 tourist spots in India at least once during the monsoon season.

৭. মহাবালেশ্বর: মহারাষ্ট্রের মহাবালেশ্বর স্ট্রবেরি চাষ, প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম আবহাওয়ার জন্য পরিচিত। বর্ষাকাল মহাবালেশ্বরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। সবুজের সমাহার থেকে শুরু করে নদী এবং কুয়াশায় ঢাকা পাহাড় আপনাকে নিঃসন্দেহে আকৃষ্ট করবে। বর্ষার মরশুমে এখানে বেড়াতে গেলে লিংমালা জলপ্রপাত, এলিফ্যান্টস হেড পয়েন্ট এবং প্রতাপগড় ফোর্ট দেখতে ভুলবেন না।

আরও পড়ুন: “আমরা সবাই ধ্বংস হয়ে যাব”, আচমকাই সবাইকে সতর্ক করলেন ISRO প্রধান, জানালেন….

৮. দার্জিলিং: এবারে আমরা আপনাদের জানাবো দার্জিলিংয়ের প্রসঙ্গে। পশ্চিমবঙ্গের এই শৈলশহর বর্ষার মরশুমে হয়ে ওঠে রাজকীয়। চা বাগান থেকে শুরু করে কুয়াশাচ্ছন্ন পরিবেশ এবং মেঘের মধ্য দিয়ে উঁকি দেওয়া কাঞ্চনজঙ্ঘা সমগ্র দার্জিলিংয়ের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়। বৃষ্টিভেজা সন্ধ্যায় দার্জিলিংয়ের রাস্তায় শুধুমাত্র হেঁটে বেড়ালেও আপনার মন হয়ে যাবে ভালো।

আরও পড়ুন: বিশ্বজয়ের আবেগে ভাসলেন প্রধানমন্ত্রীও! টিম ইন্ডিয়ার সাথে দেখা করে দিলেন বড় প্রতিক্রিয়া

৯. শিলং: বর্ষাকালে সমগ্র মেঘালয় মোহনীয় হয়ে উঠলেও পর্যটকদের গভীরভাবে আকৃষ্ট করে রাজধানী শহর শিলং। বর্ষার মরশুমে এই স্থান রীতিমতো “সবুজ স্বর্গ”-তে রূপান্তরিত হয়। এখানকার অসংখ্য জলপ্রপাত এবং নদী সমগ্র স্থানটিকে করে তোলে অপরূপ। ওয়ার্ডস লেক থেকে শুরু করে এলিফ্যান্ট ফলস এবং শিলং পিক এখানকার প্রধান আকর্ষণ হয়ে দাঁড়ায়। এর পাশাপাশি স্থানীয় বাজার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিও অবশ্যই আপনার মন ভালো করে দেবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর