বাংলাহান্ট ডেস্ক : এস্টেট অফিসারের কাছে গত ২৯ মার্চের মধ্যে অমর্ত্য সেন (Amartya Sen) বা তার কোনও প্রতিনিধিকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় বিশ্বভারতী (Visva Bharati University)। কিন্তু বর্তমানে বিদেশে রয়েছেন অমর্ত্য সেন। তাই বিশ্বভারতীকে অমর্ত্য সেনের আইনজীবী চার মাস সময় দেওয়ার জন্য অনুরোধ করেন। সূত্রের খবর, সেই চিঠির প্রেক্ষিতে বিশ্বভারতী চার মাসের বদলে দশ দিন সময় দেওয়ার কথা জানিয়েছে।
অমর্ত্য সেনের আইনজীবী বলেছেন, অমর্ত্য সেনের নামে শান্তিনিকেতনে তার বাড়ি প্রতীচীর নিরাপত্তারক্ষীদের হাতে বিশ্বভারতীর পক্ষ থেকে বুধবার একটি চিঠি দেওয়া হয়। এই চিঠিতে জানানো হয় শোকজ ও শুনানির জন্য আরও দশ দিন মঞ্জুর করা হয়েছে। এছাড়াও এই চিঠিতে দশ দিন মঞ্জুর করার পিছনে দেওয়া হয়েছে একাধিক যুক্তি।
অমর্ত্য সেনের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী এই চিঠির পাল্টা একটি চিঠি দেওয়ার কথা ভাবছেন। নোবেলজয়ী অর্থনীতিবীদের আইনজীবী যুক্তি দিয়ে বলছেন, “স্যার এই মুহূর্তে বিদেশে রয়েছেন। তাই এই মুহূর্তে সব নথি নিয়ে যাওয়া সম্ভব নয়।” প্রসঙ্গত, এর আগে বিশ্বভারতী কর্তৃপক্ষ অমর্ত্য সেনকে একটি চিঠি দেয়। সেই চিঠিতে বলা হয়, কেন তার বিরুদ্ধে ১৯৭১ সালের দখলদার উচ্ছেদ আইন প্রয়োগ করা হবে না সেটি ১০ই মার্চ বা তার আগের মধ্যে জানাতে হবে।
একই সাথে বিশ্বভারতীর যুগ্মসচিব তথা এস্টেট অফিসারের কাছে শুনানির জন্য ২৯ মার্চের মধ্যে হাজির হতে বলা হয় অমর্ত্য সেন বা তার কোনও প্রতিনিধিকে। সেই চিঠির প্রেক্ষিতে অমর্ত্য সেনের পক্ষ থেকে চার মাস সময় চাওয়া হয়। কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ অর্থনীতিবিদকে এতটা সময় দিতে রাজি নয়।