সৌতিক চক্রবর্তী,শান্তিনিকেতন,৩ আগস্ট:বিশ্বভারতী জনসংযোগ দপ্তর থেকে জানা গেছে যে,বোলপুর শান্তিনিকেতনের রোডের পাশে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ঢোকার মুখে দীর্ঘ ২০ বছর ধরে একটি হস্তশিল্পী ব্যবসায়ী দের দোকান ও মার্কেট গড়ে উঠছে। ওই এলাকা জুড়ে ৭০ টি বেশি দোকান রয়েছে,যার একাংশের পরিবার এই ব্যবসার উপর নির্ভরশীল ।তাদের বারবার উচ্ছেদের নোটিশ জারি করেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু সেই নোটিশে কাজ না হাওয়ার কারণে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদুৎ চক্রবর্তী মহাশয়া এক অনশনের ব্যাবস্থা গ্রহণ করেছে। জানা গেছে, আগামী সোমবার ৫-ই আগস্ট সেই অনশন শুরু হবে। রীতিমতো পূর্বপল্লী শান্তিনিকতেন পৌষ মেলা ঢোকার মুখে অনশন মঞ্চ কাজ শুরু করছে ।এবং সাথে, সাথে বিদ্যালয়ের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা ও বিদ্যালয়ের কর্তৃপক্ষ দের অহ্বান জানাচ্ছে। একই সঙ্গে অনশন করার সমস্ত সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য শান্তিনিকেতন থানা এবং বিশ্বভারতী পিয়ারসর্ন স্বাস্থ্য কেন্দ্র লিখিত ভাবে জানানো হয় গেছে।
অপরদিকে বিদ্যালয়ের বেশ কিছু ছাত্র ছাত্রীরা বিশেষ করে কলা বিভাগের ছাত্র ছাত্রীরা জানায়,’ক্যাম্পাস চত্বরে সৌন্দর্য দরকার। কিন্তু সেটা ক্ষতিগ্রস্ত না করে। এই উচ্ছেদ এর ফলে কত গুলো পরিবারের সদস্যরা বেকার হয়ে পড়বে। তাদের কে কিছু একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত। হস্তশিল্পীরা এই বিশ্ববিদ্যালয়ের একটা অঙ্গ।’
তবে অপরদিকে এই ঘটনায় ইতিমধ্যেই কবি গুরু হান্ডিক্রাফ মার্কেটের সকল সদস্যেরা মাথায় চিন্তার ভাঁজ পরে গেছে ।