ধর্ম-অধর্মের লড়াই তুলে ধরতে চান বিবেক! অন্য পথে হেঁটে তৈরি করছেন ‘মহাভারত’

বাংলা হান্ট ডেস্ক : গত বছর থেকেই চর্চার কেন্দ্রে থেকেছেন বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। সৌজন্যে, ২০২২ সালের মার্চ মাসে মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ (Th Kashmir Files)। নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের উপর ঘটে যাওয়া বর্বোরোচিত ঘটনার উপর ভিত্তি করে তৈরি এই ছবির ভিত। ছবির প্রথম ঝলক মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্ক দানা বেঁধেছিল নেটমাধ্যমে। তবে সমস্ত বিতর্ককে ধুলিসাৎ করে অবিশ্বাস্য কালেকশন করেছিল এই ছবি।

নামমাত্র বাজেটে তৈরি এই ছবির বিশ্বব্যাপী আয় ছিল প্রায় ৩০০ কোটি টাকা। ব্যবসায়িক দিক থেকে লাভের মুখ দেখেছিলেন পরিচালক নিজেও। পরিচালকের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ও দারুণ জনপ্রিয় হয়েছে দর্শকমহলে। ধারাবাহিকতা বজায় রেখে খুব শীঘ্রই আসন্ন ছবির ঘোষণা দিতে যাচ্ছেন নির্মাতা। এসএল ভৈরপ্পার লেখা ‘পর্ব’ অবলম্বনে তৈরি হবে সিনেমাটির গল্প।

‘দ্য তাসখন্দ ফাইলস’ এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মতো ছবি তৈরি করা পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবার ‘পর্ব’ তৈরি করতে চলেছেন। গল্পটি মূলত এস এল ভৈরপ্পার লেখা ‘পর্ব’ থেকে নেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, মোট তিনটি পর্বে রিলিজ হবে এই ফ্র্যাঞ্চাইজি। বেঙ্গালুরুতে ছবি ঘোষণার কথা রয়েছে।

আরও পড়ুন : দীপা নয়, ভাইবউ উর্মিতে মজেছে সূর্য! সোশ্যাল পোস্ট করে দিলেন বিশেষ বার্তা

এইদিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রযোজক ও অভিনেত্রী পল্লবী যোশি, সহ-লেখক, প্রকাশ বেলাওয়াদি এবং উপন্যাসের লেখক এস. ভৈরপ্পা। উল্লেখ্য, এই বইটি এসএল ভৈরপ্পা কন্নড় ভাষায় লিখেছেন। এটি সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি পুনরুক্তি, যা প্রধান চরিত্রগুলির ব্যক্তিগত প্রতিফলনের মাধ্যমে বর্ণিত হয়েছে। আধুনিক ক্লাসিক উপন্যাস হিসেবে ভালোই প্রশংসা কুড়িয়েছে এসএল ভৈরপ্পার ‘পর্ব’।

আরও পড়ুন : ‘ছেলেদের গায়ে হাত, মুখে চুমু…’, নন্দিনী দিদিকে নিয়ে বিষ্ফোরক অভিযোগ মিষ্টি দিদির

kashmir files 1669688327261 1671456512901 1671456512901

বিবেক অগ্নিহোত্রীর খ্যাতি রূপালী পর্দার বাইরেও বিস্তৃত। তিনি একজন বহুমুখী শিল্পী। তারমধ্যে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা এবং চিত্রনাট্যকার হিসেবে তিনি বিশেষ পরিচিত। তার সিনেমাটিক কৃতিত্বের মধ্যে উল্লেখযোগ্য হল ‘দ্য তাসখন্দ ফাইলস’, ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর রহস্যমৃত্যুর উপর আলোকপাত করেছে এই ছবি। ‘দ্য কাশ্মীর ফাইলস’ এমন একটি প্রোজেক্ট যা গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর