বাংলা হান্ট ডেস্কঃ গতকাল কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ প্রদান করে আদালত। সন্ত্রাসবাদীদের আর্থিক সহায়তা মামলায় তার বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয়। এনআইএ দ্বারা ইয়াসিনের বিরুদ্ধে ফাঁসির দাবি করা হলেও শেষ পর্যন্ত কারাবাসেই পাঠানো হয় অভিযুক্তকে আর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ‘দ্য কাশ্মীরি ফাইলস’ মুভির ডিরেক্টর বিবেক অগ্নিহোত্রী।
উল্লেখ্য, জঙ্গিদের আর্থিক সহায়তা, তাদের কার্যকলাপে মদত এবং রাষ্ট্রদ্রোহের মামলায় ইয়াসিন মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে এনআইএ। এই মামলার শুনানি চলাকালীন গতকাল দিল্লির আদালত অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। গতকালের এই রায়ের দিকে নজর ছিল সকল দেশবাসীর এবং ইয়াসিনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা হওয়ার পরেই উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীরের একাধিক এলাকা। একাধিক প্রান্ত থেকে পাথর ছোড়া সহ একাধিক হিংসাত্মক ঘটনা সামনে আসে, যার পরেই সেনা তৎপরতায় ঘিরে ফেলা হয় গোটা উপত্যাকা অঞ্চল। আর এদিন এই ঘটনা নিয়ে মুখ খুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
সম্প্রতি সিনেমা হলে মুক্তি পায় দ্য কাশ্মীরি ফাইলস, যেখানে কাশ্মীরি পণ্ডিতদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরা হয়। সিনেমাটি দেশবাসীর হৃদয়ে একটি বিশেষ জায়গাও করে নেয়। যদিও সিনেমাটি মুক্তি পাওয়ার পরে একাধিক হুমকিও পান পরিচালক, কিন্তু তা সত্বেও দমে থাকেননি তিনি আর সেই নির্ভীক মানসিকতা নিয়ে গতকালের রায় প্রসঙ্গে তিনি বলেন, “এটা সবে শুরু। যতক্ষণ না পর্যন্ত ইয়াসিন মালিক এবং এই সকল অভিযুক্তদের ফাঁসি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আমরা ইয়াসিন মালিকের মানসিকতা বুঝতে অনেক দিন সময় নিয়ে নি, তবে বর্তমানে একটি ভালো রায় ঘোষণা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “দারুন রায় ঘোষণা। এই রায় সকল কাশ্মীরি হিন্দুদের জন্য খুশির সময় বয়ে এনেছে এবং আমাদের সংগ্রামের জন্য এটিকে এক সাফল্যের দিক বলা যায়।”